অ্যান্টিগা: এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ জন বিশেষজ্ঞ বোলার নিয়েই খেলবে ভারত। প্রথম টেস্ট শুরু হওয়ার আগে স্পষ্ট করে দিলেন অধিনায়ক বিরাট কোহলি। বলেছেন, তিনি আক্রমণাত্মক ক্রিকেট পছন্দ করেন। এবারও সেভাবেই খেলবে দল।


 

আজ থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। তার আগে ভারত অধিনায়ক বলেছেন, ‘আমি সবসময় পাঁচ বোলারে টেস্ট খেলতে চাই। কারণ, দলে বেশি ব্যাটসম্যান থাকলে আমরা ৭০০ রান করতে পারি। কিন্তু তাতে বিশেষ লাভ হয় না। টেস্ট ম্যাচ জিততে গেলে ২০ উইকেট নিতে হবে। তাই আমাদের পাঁচ ব্যাটসম্যান এবং উইকেটকিপারকে বাড়তি দায়িত্ব নিয়ে বড় রান করতে হবে যাতে আমরা বিপক্ষকে দুবার আউট করতে পারি।’

 

ক্যারিবিয়ান সফরে কোন কম্বিনেশনে ভারতীয় দল খেলবে, সেটা বলতে নারাজ কোহলি। তবে তিনি বলেছেন, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা সিরিজ থেকে শিক্ষা নিয়েছে দল। তাঁরা বুঝতে পেরেছেন, প্রথম টেস্ট থেকেই আক্রমণাত্মক খেলা দরকার। তাই বোলারদের মতোই ব্যাটসম্যানদেরও দায়িত্ব নিতে হবে। দ্বিতীয় ইনিংসে যাতে বেশিক্ষণ ব্যাট করতে না হয়, তার জন্য প্রথম ইনিংসেই বড় রান তুলতে হবে। গত দুই মরশুম ধরে এভাবেই আমরা খেলছি। এই সিরিজেও সেভাবেই খেলতে চাই। বোলিং বিভাগকে ২০ উইকেট নেওয়ার মতো শক্তিশালী হতে হবে।

 

পিচ দেখেই প্রথম একাদশ বাছা হবে বলে জানিয়েছেন কোহলি। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজের পিচের সঙ্গে ভারতের পিচের পার্থক্য নেই। পিচে বেশি বাউন্স থাকবে না, ব্যাটসম্যানরা সুবিধা পাবেন। তৃতীয় ও চতুর্থ দিনে পিচ কেমন আচরণ করবে সেটার উপরেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। সেই অনুযায়ীই পরিকল্পনা করেছে ভারতীয় দল।