নয়াদিল্লি: ২০১৬ সালে বীরেন্দ্র সহবাগ বলেছিলেন, খেলার সময় কোনওদিন ভারত বা ভারতীয়দের প্রশংসা করেননি পাকিস্তানের পেসার শোয়েব আখতার। তবে খেলা ছাড়ার পর বাণিজ্যিক উদ্দেশ্যে ভারতের এত প্রশংসা করছেন তিনি। এবার পাল্টা শোয়েব বললেন, ‘একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটি আমার বন্ধু সহবাগের পুরনো ভিডিও। সহবাগ হাল্কা মেজাজে কথা বলে। ও বলেছে, শোয়েব আখতার টাকা চায়, তাই ও ভারতের প্রশংসা করে। ওর মাথায় যত চুল আছে, তার চেয়ে বেশি টাকা আছে আমার। শোয়েব আখতার হতে ১৫ বছর লেগেছে। আমার কত ভক্ত আছে, সেটা যদি বুঝতে না পারো, তাহলে বুঝে নাও। ভারতেও আমার প্রচুর অনুরাগী আছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় দল ভাল খেলতে না পারায় আমি ওদের সমালোচনা করেছিলাম। আমি যা বলেছি, সেটা শুধু মজা করার জন্যই। বীরু, এটাকে মজা হিসেবেই নাও।’
শোয়েব আরও বলেছেন, ‘আমাকে পাকিস্তানের একজন ইউটিউবারের নাম বলো, যে ভাল খেললে ভারতীয় দলের প্রশংসা করে না। ভারতীয় দল ভাল খেললে রামিজ রাজা, শাহিদ আফ্রিদিরা সবাই প্রশংসা করে। আমাকে একটা কথা বলো, এটা কি ঠিক নয় যে মেন ইন ব্লু বিশ্বের এক নম্বর দল, এটা কি ঠিক নয় যে (বিরাট) কোহলি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান? আমি বুঝতে পারি না, ক্রিকেটের বিষয়ে মতামত প্রকাশ করলে কিছু লোকের কী সমস্যা? আমি পাকিস্তানের হয়ে ১৫ বছর ধরে খেলেছি, শুধু ইউটিউবে ভিডিও আপলোড করে বিখ্যাত হয়ে উঠিনি। আমি বিশ্বের দ্রুততম বোলার ছিলাম।’
তোমার মাথার চুলের চেয়ে আমার বেশি টাকা আছে, পুরনো ভিডিওর কথা উল্লেখ করে সহবাগকে কটাক্ষ শোয়েবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2020 04:17 PM (IST)
'আমি যা বলেছি, সেটা শুধু মজা করার জন্যই। বীরু, এটাকে মজা হিসেবেই নাও।’
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -