নির্দিষ্ট সূচি অনুযায়ী সিএসকে খেলা শুরু করতে পারবে কি না দেখতে হবে, আশা করি ভালভাবেই চলবে আইপিএল, মন্তব্য সৌরভের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Aug 2020 10:26 PM (IST)
সিএসকে ছাড়া বাকি সব দলেরই সংযুক্ত আরব আমিরশাহিতে কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।
নয়াদিল্লি: এবারের আইপিএল শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু মাঠের বাইরের ঘটনায় প্রবল সমস্যায় চেন্নাই সুপার কিংস। দলের দুই ক্রিকেটার এবং বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত। পারিবারিক সমস্যায় দেশে ফিরে এসেছেন সুরেশ রায়নাও। তিনি এবারের আইপিএল-এ খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে কি নির্দিষ্ট সূচি মেনেই খেলতে পারবে মহেন্দ্র সিংহ ধোনির দল? এ বিষয়ে অবশেষে মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘সিএসকে-র অবস্থা নিয়ে আমি মন্তব্য করতে পারব না। ওরা নির্দিষ্ট সূচি মেনে খেলা শুরু করতে পারবে কি না, সেটা দেখতে হবে। আশা করি আইপিএল ভালভাবেই চলবে। দীর্ঘসময় ধরে চলবে এই প্রতিযোগিতা। আমার আশা, সবকিছু ঠিকঠাকই থাকবে।’ সিএসকে ছাড়া বাকি সব দলেরই সংযুক্ত আরব আমিরশাহিতে কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। করোনা পরীক্ষার পর সংশ্লিষ্ট দলগুলি অনুশীলনও শুরু করে দিয়েছে। কিন্তু ধোনিরা কবে থেকে অনুশীলন শুরু করবেন, সেটা এখনও স্পষ্ট নয়।