হ্যামিলটন: নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম টি-২০ সিরিজ জিতল ভারতীয় দল। তাও দুই ম্যাচ বাকি থাকতেই। তৃতীয় ম্যাচে একসময় ভারত হেরে যাবে বলে ধরে নিয়েছিলেন অনেকেই। কিন্তু শেষপর্যন্ত ম্যাচ টাই হয়। এরপর সুপার ওভারে টানটান উত্তেজনার মধ্যে জয় ছিনিয়ে নেয় ভারত। জয়ের নায়ক ওপেনার রোহিত শর্মা। তিনি প্রথমে ৪০ বলে ৬৫ রান করার পর সুপার ওভারের শেষ দুই বলে ছক্কা মেরে দলকে জেতান।
ম্যাচের পর রোহিত বলেছেন, ‘আমি এর আগে কোনওদিন সুপার ওভারে ব্যাটিং করিনি। কী করতে হবে, সে বিষয়ে আমার কোনও ধারণা ছিল না। প্রথম বল থেকেই ছক্কা মারার চেষ্টা করব না সিঙ্গল নিয়ে শেষ তিন-চার বলে বোলারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করব, সেটা বুঝতে পারছিলাম না। আমি শুধু উইকেটে টিকে থেকে বোলারের ভুল করার অপেক্ষায় ছিলাম। পিচ ভাল ছিল। নিজের পারফরম্যান্সে খুশি। তবে উইকেট ছুঁড়ে দেওয়ায় একটু হতাশ। আমার শেষপর্যন্ত ক্রিজে থাকা উচিত ছিল। প্রথম দুই ম্যাচে রান পাইনি। তাই আজ ভাল খেলতে চাইছিলাম। আমরা জানতাম, এই ম্যাচ জিতলেই সিরিজ দখল করব।’
ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘আমার একসময় মনে হচ্ছিল, ম্যাচ হাতের বাইরে চলে গিয়েছে। আমাদের কোচকে বলেছিলাম, কেন (উইলিয়ামসন) যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ব্যাটিং করেছে, তাতে ওদের জেতা উচিত। আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট পাই। (মহম্মদ) শামি ফের অভিজ্ঞতার প্রমাণ দিল। ও অফস্টাম্পের বাইরে দু’টি বল করে। শেষ বলের আগে আমরা আলোচনা করে ঠিক করি, উইকেট লক্ষ্য করেই বল করতে হবে। না হলে ওরা এক রান নিলেই ম্যাচ জিতে যাবে। শামি ঠিক সেটাই করে উইকেট নেয়। সুপার ওভারে নিউজিল্যান্ড ফের আমাদের উপর চাপ তৈরি করে। তবে রোহিত আজ অসাধারণ ফর্মে ছিল। আমরা জানতাম, ও একটা বল মারতে পারলেই বোলার চাপে পড়ে যাবে। দারুণ ম্যাচ হল। এবার শেষ দু’টি ম্যাচ জিতে সিরিজ ৫-০ জেতাই লক্ষ্য। নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দরের খেলার সুযোগ পাওয়া উচিত।’
অসাধারণ খেলেও দলকে জেতাতে না পেরে হতাশ উইলিয়ামসন। ম্যাচের শেষে তিনি বলেছেন, ‘দারুণ খেলা হল। ভারত ফের কঠিন সময়ে অভিজ্ঞতার পরিচয় দিল। আমাদের ভাল শিক্ষা হল। ভারত দারুণ শুরু করার আমাদের বোলাররা ভাল পারফরম্যান্স দেখায়। এরকম প্রচেষ্টার পর ম্যাচ হেরে খুব হতাশ লাগছে। ম্যাচ শেষ করতে পারলাম না।’