নয়াদিল্লি: ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন হায়দরাবাদের প্রাক্তন অধিনায়ক হনুমা বিহারি। বর্তমানে অন্ধ্র দলের হয়ে খেলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের বাকি দুটি টেস্টে ভারতীয় স্কোয়াডে পৃথ্বী শ-র সঙ্গে তাঁকে বেছে নিয়েছে বিসিসিআই। নটিংহ্যামের বৈঠকে নির্বাচকরা মুরলী বিজয় ও কুলদীপ যাদবের জায়গায় এই দুই ব্যাটসম্যানকে বেছে নিয়েছেন।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে হনুমার ১৪৮ রানের ইনিংস নির্বাচকদের নজর কেড়েছে। এর সঙ্গে রয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৪ বছরের এই ক্রিকেটার অসাধারণ ধারাবাহিকতা।
ভারতের টেস্ট দলে ডাক পাওয়ার পর হনুমা বলেছেন, ‘ওই ইনিংসটাই তফাত গড়ে দিয়েছে। ১৪৮ রানের ইনিংস খেলার পর আমার মনে হয়েছিল, ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ডাক পাওয়ার একটা সম্ভাবনা পেয়েছে। আমি খুবই উচ্ছ্বসিত। ভারতের হয়ে খেলা ছিল আমার স্বপ্ন’।
সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে তাঁর বাবা-মায়ের আত্মত্যাগের কথাও মনে পড়ছে হনুমার। তাঁর এই সাফল্যের পিছনে মা বিজয়লক্ষ্মী, বোন বৈষ্ণবী, কাকা প্রসাদ ও কোচ জন মনোজের অবদানের কথা বলেছেন হনুমা। তিনি বলেছেন, ‘আমি জানি আমার জন্য কতটা আত্মত্যাগ করেছে মা। আমার কাকারও বড় একটা ভূমিকা রয়েছে। আমার কেরিয়ারে একটা বড়সড় প্রভাব রয়েছে সেন্ট জন ক্যাম্পে ট্রেনিংয়ের। খেলাটা যখন শুরু করি তখন জন স্যর ও অন্যান্য কোচেরা আমাকে প্রচুর সাহায্য করেছেন’।
ইংল্যান্ডের পরিবেশে ব্যাট করাটা একটা চ্যালেঞ্জ বলে মেনে নিয়েছেন হনুমা। এ ব্যাপারে ভারত এ দলের সাম্প্রতিক ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন তিনি। তিনি বলেছেন, ‘ওখানে বল সিম ও সুইং করে। তাই বলের জন্য অপেক্ষা করে খেলতে হবে’। ভারতের এই দুরন্ত দলে সুযোগ পাওয়া ও বিরাট কোহলির নেতৃত্বে খেলা একটা অসাধারণ অনুভূতি বলেও মন্তব্য করেছেন তিনি।
হনুমা বলেছেন, সুযোগ পাওয়ার পর এবার তাঁর লক্ষ্যে দলে জায়গা পাকা করা। তা অনেক বেশি কঠিন লড়াই বলে মন্তব্য করেছেন তিনি।
আমার জন্য মায়ের আত্মত্যাগ কতটা, তা জানি: হনুমা বিহারি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Aug 2018 11:05 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার/ বিসিসিআই
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -