শিলিগুড়ি: ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে বাজিমাত মোহনবাগানের। সবুজ মেরুনের গেমমেকার সনি নর্ডির মিডাস টাচ। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে লাল হলুদের ডেরায় তরুণ আজহারউদ্দিনের দুরন্ত গোল।
প্রথম ডার্বি গোলশূন্যভাবে শেষ হওয়ায় এদিন শুরু থেকেই আক্রমণ, পাল্টা আক্রমণ তুলছিল দুই প্রতিপক্ষ। ৩৫ মিনিটে অনবদ্য ফ্রিকিকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন দলের হাইতিয়ান স্ট্রাইকার। সেই গোলের রেশ কাটতে না কাটতে ফের লাল হলুদ জালে বল জড়িয়ে দেয় সবুজ মেরুন। ৪৩ মিনিটে গোল করে ব্যবধানটা আরও বাড়িয়ে দেন তরুণ আজহারউদ্দিন মল্লিক।
দ্বিতীয়ার্ধে কড়ায় কড়ায় টক্কর হয় দুদলের মধ্যে। এর মধ্যে ৬৭ মিনিটে দশজনে কমে যায় মর্গ্যান-বাহিনী। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইলিস প্লাজা। শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে স্টপেজ টাইমে লাল হলুদের হয়ে স্বান্তনা গোল করেন রওলিন বোর্জেস।
ডার্বি জিতে লাল হলুদকে পিছনে ফেলে আইলিগ জয়ের লড়াইয়ে ফের এগিয়ে গেল সবুজ মেরুন। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান। অন্য খেলায় বেঙ্গালুরু এফসি-র কাছে ০-১ ব্যবধানে হেরে যায় টেবিলের শীর্ষে থাকা আইজল এফসি। তাদের পয়েন্ট এখন ৩০। তবে, মোহনবাগান একটি ম্যাচ কম খেলার ফলে লিগ জয়ের দৌড়ে বেশ কিছুটা এগিয়ে গেল সঞ্জয় সেনের ছেলেরা। অন্যদিকে, ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেল মর্গ্যান-বাহিনী।
এদিকে, ডার্বি শুরুর কয়েক ঘণ্টা আগেই ফের উত্তপ্ত শিলিগুড়ি। এদিন ম্যাচ দেখতে জলপাইগুড়ি থেকে গাড়িতে যাচ্ছিলেন কয়েকজন মোহনবাগান সমর্থক।পাশ দিয়ে মিছিল করে যাচ্ছিলেন লাল হলুদ সমর্থকেরা। হঠাত্ই গাড়ির লাল হলুদ সমর্থকেরা চড়াও হন বলে অভিযোগ। ভাঙচুর করা হয় গাড়ি। অভিযোগ জানানো হয় পুলিশে। পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়