আইলিগ: বাড়ল বিদেশি সংখ্যা, স্বাক্ষর করতে পারবে ২ এশীয় সহ ৬ বিদেশি, প্রথম এগারোয় পাঁচ
Web Desk, ABP Ananda
Updated at:
01 Aug 2017 11:13 PM (IST)
NEXT
PREV
কলকাতা: আইলিগে বাড়ল বিদেশি সংখ্যা। আগামী মরসুমে চারজনের বদলে ৬ বিদেশিকে দলে নিতে পারবে ক্লাবগুলি। যার মধ্যে দুই বিদেশিকে এশিয়ার ফুটবলার হতেই হবে। কোনও ম্যাচের প্রথম একাদশে নামানো যেতে পারে ৫ বিদেশিকে। যার মধ্যে একজন এশিয়ার ফুটবলার থাকতেই হবে। আজ একথা জানিয়েছে এআইএফএফ। কিছুদিন আগে বিদেশিসংখ্যা চার থেকে বাড়িয়ে আট করার আর্জি নিয়ে ফেডারেশনের কাছে দরবার করে আইলিগের ক্লাবগুলি। শেষ পর্যন্ত ৬ বিদেশি নেওয়ার সিদ্ধান্তে সিলমোহর ফেডারেশনের আইলিগ কমিটির।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -