শিলিগুড়ি:  মাঠের বাইরে কথার লড়াই যতটা উত্তাপ ছড়িয়েছিল, ততটা আগুন ঝরাল না মাঠে বল দখলের লড়াই৷ আইলিগে বছরের প্রথম ডার্বি গোলশূন্য৷ সুযোগ তৈরি করেও গোল করতে পারল না কোনও পক্ষই৷
এদিন প্রথম থেকে আক্রমণে ঝাঁপালেও লক্ষ্যভেদ করতে পারেনি কোনও পক্ষই৷ প্রথমার্ধে ইস্টবেঙ্গলের বক্সে হামলার পর হামলা শানায় সবুজ মেরুন৷ কিন্তু, লক্ষ্যভেদ হয়নি৷ যার অন্যতম কারণ গোলকিপার রেহনেশ৷ সনি নর্ডিকে ডাবল মার্কার দিয়ে প্রায় বোতলবন্দি করে রাখে মর্গ্যান ব্রিগেড৷ দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় লাল হলুদ৷



তবে, জমাট বাগান ডিফেন্স ছিঁড়ে গোলমুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল৷ পোস্টের সামনে প্রায় দেওয়াল হয়ে দাঁড়ান দেবজিত্‍৷ প্লাজা, ওয়েডসনরা আক্রমণ শানালেও শেষ পর্যন্ত গোল আসেনি৷ ম্যাচের সেরা লাল হলুদের গোলকিপার রেহনেশ৷ দলের পারফরমেন্সে সন্তুষ্ট বাগান কোচ৷ কিছুটা ব্যাকফুটে মর্গ্যান৷ নিজেদের পারফরমেন্সে খুশি ম্যাচের দুই গোলকিপারও৷
ডার্বি ড্র৷ পয়েন্ট ভাগাভাগি দুই শিবিরে৷ ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল৷ ৭ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে ফের ২ নম্বরে উঠে এল সবুজ মেরুন৷ ডার্বি ড্র হলেও লিগ তালিকার অদৃশ্য লড়াইটা রয়েই যাবে দুই প্রধানের৷