রাজকোট: জাতীয় দলের হয়ে তিনি একটিমাত্র টেস্ট ম্যাচ খেলেছেন। সেটাও প্রায় ১২ বছর আগে। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেট টেস্টে কোনও উইকেট পাননি জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। তার পর বাদও পড়ে যান। মাঝে টি-টোয়েন্টি ও ওয়ান ডে খেললেও টেস্ট ম্যাচে আর সুযোগ পাননি।
যে হতাশা কুড়ে কুড়ে খায় সৌরাষ্ট্রের বাঁহাতি পেসারকে। এতটাই যে, সোশ্যাল মিডিয়ায় আর একটি সুযোগের জন্য কাতর আবেদন জানালেন ৩০ বছর বয়সী ফাস্টবোলার।
ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের দুর্দান্ত পারফরম্যান্সের পর ফাস্টবোলার জয়দেব উনাদকাট একটি ট্যুইট করেছেন। সেটি বেশ ভাইরাল হয়েছে। উনাদকাট দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ভাল বোলিং করছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি ভারতীয় দলে ফিরতে পারছেন না। উনাদকাট একটি লাল বলের ছবি শেয়ার করেছেন। লিখেছেন, ‘প্রিয় লাল বল, দয়া করে আমাকে আরও একটি সুযোগ দাও.. কথা দিচ্ছি, আমি তোমাকে গর্বিত করব!’
জয়দেব উনাদকাট ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর অভিষেক টেস্ট ম্যাচ খেলেছিলেন। এরপর আর তিনি টেস্ট দলে ফিরতে পারেননি। ৩০ বছর বয়সী উনাদকাট তার ট্যুইটার হ্যান্ডলের মাধ্যমে নির্বাচকদের যেন বার্তা দিয়েছেন। প্রিয় লাল বলকে তিনি বলেছেন তাঁকে আরও একটি সুযোগ দেওয়া হোক।
উনাদকাট ভারতের হয়ে ১টি টেস্ট ম্যাচ ছাড়াও ৭টি ওয়ান ডে এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২২টি উইকেট নিয়েছেন তিনি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে দুরন্ত ফর্মে আছেন। উনাদকাট প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৯টি ম্যাচে ৩২৭টি উইকেট নিয়েছেন এবং লিস্ট এ ক্রিকেটে ১০৬টি ম্যাচে ১৪৯টি উইকেট নিয়েছেন।
ঘরোয়া ক্রিকেটে উনাদকাট সৌরাষ্ট্রের হয়ে খেলেন। সৌরাষ্ট্র বর্তমান রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন। তাঁর দল ২০১৯-২০ সালে বাংলাকে হারিয়ে রঞ্জি ট্রফি জিতেছিল। করোনার বাড়বাড়ন্তের জেরে সোমবার রঞ্জি ট্রফি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বোর্ডের এই সিদ্ধান্তের পর জয়দেব উনাদকাট এই বার্তাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।