ড্রেসিংরুমের সবাই যখন স্নায়ুর চাপে ভোগে তখন ব্যাটিং করতে ভালবাসি, বলছেন শ্রেয়স
Web Desk, ABP Ananda | 15 Aug 2019 06:20 PM (IST)
গতকালের ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ১২০ রানের পার্টনারশিপ গড়েন শ্রেয়স।
ছবি সৌজন্যে ট্যুইটার
পোর্ট অফ স্পেন: ড্রেসিংরুমে সবাই যখন স্নায়ুর চাপে ভোগেন, ঠিক তখনই ব্যাটিং করতে যেতে ভালবাসেন শ্রেয়স আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পর তিনি নিজেই এ কথা জানিয়েছেন। যুজবেন্দ্র চাহলকে দেওয়া সাক্ষাৎকারে এই ব্যাটসম্যান বলেছেন, ‘আমি খুব খুশি। ড্রেসিংরুমে সবাই যখন স্নায়ুর চাপে ভোগে, সেরকম কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করতে যেতে আমি ভালবাসি। ম্যাচের এই ধরনের পরিস্থিতিতে যা খুশি হতে পারে। সেই কারণে আমার এই ধরনের পরিস্থিতিতে ব্যাট করতে ভাল লাগে।’ গতকালের ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ১২০ রানের পার্টনারশিপ গড়েন শ্রেয়স। এই জুটিই ভারতীয় দলকে ম্যাচ জিততে সাহায্য করে। দ্বিতীয় ম্যাচেও এই জুটিতে ১২৫ রান উঠেছিল। গতকাল ৪১ বলে ৬৫ রান করেন শ্রেয়স। তাঁর এই ইনিংস বিরাটের উপর থেকে চাপ কমিয়ে দেয়। বিরাট পরপর দু’টি ম্যাচে শতরান করে ভারতীয় দলকে ২-০ ফলে সিরিজ জিতিয়েছেন। ম্যাচের পর শ্রেয়সের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘ও অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল। কী করতে চাইছে, সে বিষয়ে নিশ্চিত ছিল। কোনও সময়ই ওকে দেখে মনে হয়নি আউট হয়ে যাবে। ও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছে। আশা করি দলের জন্য এভাবেই খেলে যাবে। মিডল অর্ডারে ও দলের নিয়মিত সদস্য ও ভরসা হয়ে উঠতে পারে।’