চণ্ডীগড়: চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি যেভাবে টি-২০ ম্যাচের গতি কমিয়ে খেলা নিয়ন্ত্রণ করতে পারেন, সেটা দেখে সবারই শেখা উচিত। এমনই মন্তব্য করলেন রাজস্থান রয়্যালসের লেগ-স্পিনার ইশ সোধি। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার বলেছেন, ‘আমার মনে হয়, একজনের ভূমিকার বিষয়ে স্পষ্ট মানসিকতা থাকা অত্যন্ত জরুরি। মহেন্দ্র সিংহ ধোনি যেভাবে ম্যাচের গতি কমিয়ে দিতে পারেন, সেটা দেখে তাঁর প্রতি আমার শ্রদ্ধা জন্মেছে। ঠিক কী করতে হবে, সেটা তিনি বোঝেন এবং সেই কাজটাই করতে চান।’
সোধি আরও বলেছেন, ‘সব ম্যাচ জেতা সম্ভব হয় না। তবে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখানো যায়। মানসিকতা স্পষ্ট থাকলে তবেই ধারাবাহিকতা দেখানো যায়। ক্রিকেটার হিসেবে আমাদের সেই চেষ্টাই থাকে। মাঝেমধ্যে দলের জয়ে অবদান রাখতে পারলে দারুণ লাগে। কিন্তু দীর্ঘদিন ধরে অবদান রাখতে পারাই ভাল খেলোয়াড়ের সঙ্গে বিশ্বমানের খেলোয়াড়ের পার্থক্য গড়ে দেয়।’
ধোনি যেভাবে টি-২০ ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারেন, সেটা সবারই শেখা উচিত, বলছেন ইশ সোধি
Web Desk, ABP Ananda
Updated at:
16 Apr 2019 12:26 PM (IST)
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি যেভাবে টি-২০ ম্যাচের গতি কমিয়ে খেলা নিয়ন্ত্রণ করতে পারেন, সেটা দেখে সবারই শেখা উচিত। এমনই মন্তব্য করলেন রাজস্থান রয়্যালসের লেগ-স্পিনার ইশ সোধি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -