রাঁচি: আইপিএলে খুব পরিচিত দৃশ্য হয়ে উঠেছিল। মাঠে হলুদ জার্সি পরে দাপিয়ে বেড়াচ্ছেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারেরা। আর গ্যালারিতে হলুদ ফ্ল্যাগ নাড়িয়ে উন্মাদনায় ফেটে পড়ছেন তিনি। সাক্ষী সিংহ ধোনি। এক সময়ে ভারতীয় ক্রিকেটের ‘ফার্স্ট লেডি’।


যদিও এবছর করোনা আবহে পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ নেই। বেশিরভাগ ক্রিকেটারই পরিবার ছাড়া গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা বা রোহিত শর্মার স্ত্রী রীতিকা অবশ্য মরুদেশে গিয়েছেন। যেতে পারেননি সাক্ষী। মেয়ে জীভাকে নিয়ে দু’মাস জৈব সুরক্ষা বলয়ে কাটাতে চাননি ধোনি-পত্নী। সাক্ষী বলছেন, ‘খেলা দেখার অভাব খুব একটা বুঝতে পারছি না কারণ, আমি টিভিতে সব ম্যাচ দেখছি। তবে আমার স্বামীকে খুব মিস করছি। যদিও আমার আর জীভার পক্ষে দু’মাস জৈব সুরক্ষা বলয়ে কাটানোটা খুব কঠিন হতো।’

পাশাপাশি সাক্ষী জানিয়েছেন, ‘ধোনি এন্টারটেনমেন্ট’ নামে তাঁরা যে প্রযোজনা সংস্থা খুলেছেন, সেখান থেকে খুব শীঘ্রই কয়েকটি ওয়েবসিরিজ করা হবে। আপাতত মেয়ের অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত সাক্ষী। বলছেন, ‘ওর সঙ্গে যেন আমারও স্কুলিং হয়ে যাচ্ছে।’