সিডনি: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই ভাল বল করলেও, টেস্টে বোলার হিসেবে উন্নতি করার জন্য তাঁর আরও সময় দরকার বলে মনে করছেন কুলদীপ যাদব। সিডনিতে চলতি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর এই স্পিনার বলেছেন, ‘এই সিরিজে প্রথম টেস্ট খেলতে নেমে আমি স্নায়ুর চাপে ভুগছিলাম। তবে অস্ট্রেলিয়ায় খেলার জন্য আমি বোলিংয়ে কোনও বদল করিনি। আমি যথেষ্ট ক্রিকেট খেলেছি, কিন্তু টেস্টে উন্নতির জন্য আরও একটু সময় দরকার। লাল বলে যত বোলিং করব, তত উন্নতি করব।’
কুলদীপ আরও বলেছেন, ‘টেস্ট ক্রিকেট যত খেলব, ব্যাটসম্যানদের তত বুঝতে পারব। টেস্টে ব্যাটসম্যানদের আউট করার পরিকল্পনার জন্য আরও সময় পাওয়া যায়, আরও বেশি ওভার বল করা যায় এবং ফিল্ডিং পরিবর্তন করা যায়। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট খেলার পর টেস্ট ক্রিকেট খেলতে গেলে বেশি চাপ থাকে। একজন লেগস্পিনারের মানসিক অবস্থার বদল ঘটাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ১০ ওভার লেগে যায়। নেটে বল করলে কিছুটা উন্নতি করা যায়। কিন্তু যত বেশি ম্যাচ খেলা যায় তত উন্নতি হয়। একদিনের ম্যাচের থেকে চারদিনের ক্রিকেট ও টেস্ট ম্যাচ আলাদা। তাই আরও বেশি ম্যাচ প্র্যাকটিস দরকার।’
টেস্টে বোলার হিসেবে উন্নতির জন্য আরও সময় দরকার, বলছেন কুলদীপ
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jan 2019 04:25 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -