২০২৩ বিশ্বকাপ জয়ের দৌড়ে নিউজিল্যান্ডের না থাকার কোনও কারণ নেই, আশা ভেট্টোরির
Web Desk, ABP Ananda | 16 Jul 2019 07:11 PM (IST)
ভেট্টোরি আরও বলেছেন, বিধ্বস্ত অবস্থায় দেশে ফিরবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তবে বিশ্বকাপ ফাইনালে ওরা যে পারফরম্যান্স দেখিয়েছে তার জন্য গর্বিত হওয়া উচিত।
ছবি সৌজন্যে ট্যুইটার
লন্ডন: এবারের মতোই ২০২৩ সালে ভারতে হতে চলা বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকবে নিউজিল্যান্ড। এমনই আশা প্রাক্তন বাঁ হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির। তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ডের এই দলে বিশেষ বদল হবে না। এই দলের অধিকাংশ ক্রিকেটারই পরের বিশ্বকাপে খেলবে। তাই ভাল খেলার জন্য দল তৈরি। ওদের অভিজ্ঞতা বাড়বে। তাই এই ১৫ জনের চার বছর পরে ভারতে বিশ্বকাপ জয়ের দৌড়ে না থাকার কোনও কারণ নেই।’ ভেট্টোরি আরও বলেছেন, ‘বিধ্বস্ত অবস্থায় দেশে ফিরবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তবে বিশ্বকাপ ফাইনালে ওরা যে পারফরম্যান্স দেখিয়েছে তার জন্য গর্বিত হওয়া উচিত। দু’দলই অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছে। এই ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে হবে। বিশ্বকাপ ফাইনাল দু’বার টাই হয়েছে। শেষপর্যন্ত নিউজিল্যান্ডের হৃদয় ভেঙে গিয়েছে। কেন উইলিয়ামসন আবেগপ্রবণ হয়ে পড়া স্বাভাবিক। তবে ওরা গোটা প্রতিযোগিতায় যেভাবে খেলেছে তাতে গর্বিত হওয়া উচিত।’