নয়াদিল্লি: ভারতীয় পুরুষদের ক্রিকেটে দলের জন্য প্রধান কোচ সহ সাপোর্ট স্টাফ পদের জন্য আবেদনপত্র চাইল বিসিসিআই। আবেদনকারীর বয়স ৬০-এর কম হতে হবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ন্যুনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এভাবে হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজিওথেরাপিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এবং প্রশাসনিক ম্যানেজার সহ সাপোর্ট স্টাফ নিয়োগের প্রক্রিয়া চালু করল বোর্ড। এই সমস্ত পদের জন্য আবেদন আগামী ৫ জুলাই বিকেল পাঁচটার মধ্যে জানাতে হবে।
২০১৭-র জুলাইতে রবি শাস্ত্রীকে হেড কোচ হিসেবে নিয়োগের সময় বোর্ড নয় দফা যোগ্যতা নির্নায়ক মাপকাঠি দিয়েছিল। যেগুলিতে স্পষ্টতার অভাব ছিল। এবার হেড কোচ সহ ব্যাটিং-ফিল্ডিং ও বোলিং বিভাগের পদের জন্য যোগ্যতার মাপকাঠি হিসেবে তিনটি শর্ত রাখা হয়েছে।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, টিম ইন্ডিয়ার বর্তমান কোচিং স্টাফরা এই প্রশংসায় আপনাআপনিই এই প্রক্রিয়ায় সামিল হবেন।
হেড কোচের পদের জন্য আবেদনকারীর কোনও টেস্ট প্লেয়িং দেশের দলে দুই বছর বা অ্যাসোসিয়েট মেম্বার বা এ টিম বা আইপিএলের দলে তিন বছর কোচিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর ৩০ টেস্ট ও ৫০ একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ৬০ বছরের কম হতে হবে। ম্যাচ খেলার সংখ্যা ছাড়া ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের ক্ষেত্রেও একই ধরনের মাপকাঠি রাখা হয়েছে।
বর্তমান হেড কোচ রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের কার্যকালের মেয়াদ বিশ্বকাপের পর আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। আগামী ওয়েস্ট ইন্ডিজ শিবিরে তাঁরাই সাপোর্ট স্টাফ হিসেবে থাকবেন। তাঁরা প্রত্যেকেই নতুন করে আবেদন করতে পারেন। তবে ট্রেনার শঙ্কর বসু ও ফিজিও প্যাট্রিক ফারহার্ট কাজ ছেড়ে দেওয়ায় তাঁদের জায়গায় নতুন নিয়োগ করতে হবে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ১৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ দিয়ে ভারতের হোম সিজন শুরু হচ্ছে।
অনিল কুম্বলে আকস্মিকভাবে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর শাস্ত্রী ২০১৭-তে ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তার আগে ২০১৪-র আগস্ট থেকে ২০১৬-র জুন পর্যন্ত টিম ইন্ডিয়ার ডিরেক্টর ছিলেন ৫৭ বছরের শাস্ত্রী।
তবে শাস্ত্রীর কোচিংয়ে ভারত বড়সড় কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। কিন্তু চলতি বছরের গোড়ায় অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছে ভারত।
হেড কোচ সহ ভারতীয় দলের সাপোর্ট স্টাফ নিয়োগের প্রক্রিয়া শুরু বোর্ডের, ফের আবেদন করতে পারবেন শাস্ত্রীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jul 2019 04:23 PM (IST)
ভারতীয় পুরুষদের ক্রিকেটে দলের জন্য প্রধান কোচ সহ সাপোর্ট স্টাফ পদের জন্য আবেদনপত্র চাইল বিসিসিআই। আবেদনকারীর বয়স ৬০-এর কম হতে হবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ন্যুনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এভাবে হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজিওথেরাপিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এবং প্রশাসনিক ম্যানেজার সহ সাপোর্ট স্টাফ নিয়োগের প্রক্রিয়া চালু করল বোর্ড।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -