নয়াদিল্লি:  বিশ্বকাপ শেষ হয়েছে। এবার নিজের সেরা বিশ্বকাপ একাদশ বেছে নিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর। তাঁর দলে পাঁচ ভারতীয় ক্রিকেটার থাকলেও নেই মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় দলের উইকেটরক্ষকের জায়গায় তাঁর সেরা একাদশে সচিন রেখেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক জনি বেয়ারস্টোকে।

সচিনের সেরা বিশ্বকাপ একাদশে রয়েছেন সদ্যসমাপ্ত বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী রোহিত শর্মা, বিরাট কোহলি, পেসার জসপ্রিত বুমরাহ, অলরাউন্ডার হার্দিক পান্ড্য ও রবীন্দ্র জাডেজার মতো ভারতীয় খেলোয়াড়রা।

বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট কেন উইলিয়ামসনকেও তাঁর দলে রেখেছেন সচিন। সেইসঙ্গে বাংলাদেশের অলরাউন্ডার শাকিক আল হাসানও জায়গা পেয়েছেন। শাকিব এবারের বিশ্বকাপে ৬০০ রান করার পাশাপাশি নিয়েছেন ১১ টি উইকেটও।

সচিনের সেরা  একাদশে হার্দিকের পাশাপাশি ব্যাটিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন এবারের বিশ্বকাপের অন্যতম তারকা ইংল্যান্ডের বেন স্টোকস।

সচিনের  দলের পেস বিভাগের নেতৃত্বে রয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। তিনি বিশ্বকাপে সর্বাধিক ২৭ টি উইকেট নিয়েছেন। এরসঙ্গে বুমরার পাশাপাশি পেশ বিভাগে রয়েছেন ইংল্যান্ডের জোফরা আর্চার।

ইংল্যান্ড দলেই প্রথম পছন্দের উইকেটরক্ষক  জস বাটলার, বেয়ারস্টো নন। কিন্তু এবারের বিশ্বকাপে পারফরম্যান্সের জন্য বেয়ারস্টোকে সচিন তাঁর পছন্দের বিশ্বএকাদশে অভিজ্ঞ ধোনির পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে নিয়েছেন।

বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারক সংস্থার হয়ে ধারাভাষ্য দিতে গিয়ে তাঁর সেরা বিশ্বকাপ একাদশের প্লেয়ারদের নাম জানিয়েছেন সচিন।

সচিনের সেরা বিশ্ব একাদশ: রোহিত শর্মা, জনি বেয়াস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিরাট কোহলি, শাকিব আল হাসান, বেন স্টোকস, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাডেজা, মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার।