নয়াদিল্লি: একটি টেলিভিশন শোয়ে মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা নিয়ে অবশেষে মুখ খুললেন লোকেশ রাহুল। এই ক্রিকেটার বলেছেন, ‘প্রথম এক সপ্তাহ বা ১০ দিন আমার নিজের চরিত্র নিয়েই সন্দেহ হচ্ছিল। লোকজন আমাকে অপছন্দ করছে, এটা দেখতে অভ্যস্ত নই। তাই খারাপ লাগছিল। আমার নিজেকে খারাপ লোক বলে মনে হচ্ছিল। আমি কারও মুখোমুখি হতে ভয় পাচ্ছিলাম। কারণ, কেউ কোনও প্রশ্ন করলে কী জবাব দেব জানতাম না।’


রাহুল আরও বলেছেন, ‘দেশের হয়ে খেলা শুরু করার পর আমি পরিবারের লোকজন ও প্রকৃত বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমি দীর্ঘদিন অবসর পাইনি। যারা না থাকলে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না, যারা লড়াইয়ের সময় আমার পাশে ছিল, তাদের কথা ভুলে গিয়েছিলাম। তবে অনেকের সঙ্গেই আবার নতুন করে যোগাযোগ করেছি।’

কঠিন সময়ে পাশে থাকার জন্য জাতীয় দলের সতীর্থদেরও ধন্যবাদ জানিয়েছেন রাহুল। তিনি বলেছেন, ‘আমাকে যখন অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরে আসতে হয়, সেই সময়ও অনেকেই আমার পাশে দাঁড়ায়। পরিবারের লোকজন, বন্ধুবান্ধব, সতীর্থরা আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে।’