নয়াদিল্লি: রিও অলিম্পিকে ভারতীয় বক্সারদের ব্যর্থতার নৈতিক দায় নিজের ঘাড়ে নিচ্ছেন কোচ গুরবক্স সিংহ সাঁধু। তিনি বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে আহত হয়েছি এবং নৈতিক দায়িত্ব নিচ্ছি। তবে ছেলেদের জন্য খারাপ লাগছে। পরিস্থিতি এবং সূচির বিচারে ওদের পারফরম্যান্স সন্তোষজনক। তাছাড়া গত চার বছর ধরে ভারতীয় বক্সিংয়ে কী চলছে সেটা আমি জানি। তবে আমি আশা করেছিলাম, পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু সেটা হয়নি।’
২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন বিজেন্দর সিংহ। ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পান মেরি কম। রিও অলিম্পিকেও ভারতীয় বক্সাররা পদক পাবেন বলেই আশা করা হয়েছিল। কিন্তু তাঁরা চূড়ান্ত হতাশ করেছেন। এর জন্য দুর্ভাগ্যকেই দায়ী করেছেন গুরবক্স। তিনি চাইছেন, দ্রুত জাতীয় বক্সিং ফেডারেশনের সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হোক। ফেডারেশন না থাকলে আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব থাকবে না। ফলে ভারতীয় বক্সিংয়ের উন্নতিও হবে না।
রিওতে বক্সারদের ব্যর্থতার দায় নিলেন কোচ
Web Desk, ABP Ananda
Updated at:
27 Aug 2016 01:21 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -