মুম্বই: অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপে ভারতের তরুণ ফাস্ট বোলার কমলেশ নাগরকোটির বোলিং ক্রিকেট বিশেষজ্ঞদের মুগ্ধ করেছে। বিশেষ করে, তাঁর গতির প্রশংসায় পঞ্চমুখ ইয়ান বিশপের মতো প্রাক্তন বোলারও। সেই কমলেশ বলেছেন, তিনি মহম্মদ শামি ও ভূবনেশ্বর কুমারকে অনুকরণ করতে চান। কমলেশ বলেছেন, কঠিন পরিস্থিতি ভারতীয় সিনিয়র দলের এই দুই বোলারের মতো খেলার চেষ্টা করেন তিনি।
নিউজিল্যান্ডে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলের বোলার বলেছেন, আমার সামনে যখনই কঠিন পরিস্থিতি আসে তখন ভূবনেশ্বর কুমার ও মহম্মদ শামির কথা মাথায় রাখি। আমার ভাবার চেষ্টা করি, তাঁরা কীভাবে বোলিং করেন এবং আমি তা করার চেষ্টা করি। আমার এখনও তাঁদের সঙ্গে দেখা হয়নি। আশা করছি, আগামী দিনে তাঁদের সঙ্গে কথা বলার সুযোগ পাব।
অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের এই বোলার ১৬.৩৩ গড়ে ৯ উইকেট নিয়েছেন। এখন বিজয় হজারে ট্রফি ও আইপিএলে ভালো পারফর্ম করাই তাঁর লক্ষ্য।
নাগরকোটির সঙ্গী ফাস্ট বোলার শিবম মাভি ভারত এ দলে জায়গা পেয়ে আইপিএলে ভালো খেলতে চান। তিনি বলেছেন, আইপিএলে খেলতে মুখিয়ে রয়েছি। এতে অনেক সম্ভাবনার দরজা খুলবে।
ভূবনেশ্বর ও মহম্মদ শামির মতো খেলতে চান কমলেশ নাগরকোটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2018 02:16 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -