নয়াদিল্লি : অ্যাডিলেড ম্যাচ চলছে অস্ট্রেলিয়াতে। আর সেই ম্যাচের মাঝেই খোলামেলা আড্ডায় বসলেন বিরাট কোহলি, স্টিভ স্মিথ। যারা প্রজন্মের সেরা ব্যাটসম্যান বলে পরিচিত। নিজেদের সেরা খেলা, চ্যালেঞ্জ সহ নানা কথা উঠে এল তাঁদের আলোচনায়। আর এই আড্ডায় বিরাট জানালেন, নিজের সেরা ম্যাচের পর তিনি কার্যত ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন।

২০১৬ সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছিল ভারত। ৫১ বলে ৮২ রান করেন তিনি। আর তার ফলেই সেমি ফাইনালে ওঠে ভারত। তবে নিজের এই পারফরম্যান্স নিজেই বিশ্বাস করতে পারেননি বিরাট।
কোহলি এদিন বলেন, আমি বুঝতেও পারিনি কীভাবে সবটা হল। ভারতের শেষ ৬ ওভারে ৬৭ রান দরকার ছিল। ওই পর্যায়ে দাঁড়িয়ে জেতাটা খুব কঠিন ছিল। তবে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ওই ম্যাচ সামলেছিলেন কোহলি। ৯টা ৪ এবং ২টো ৬ মারেন তিনি। তাতে পিছু হটে অস্ট্রেলিয়া। কোহলির কথায়, আমরা যথেষ্ট চাপের মধ্যে ছিলাম। কিন্তু ওই ম্যাচ আমাদের কাছে খুব স্পেশাল ছিল।
বিসিসিআই-এর পোস্ট করা ভিডিওতে কোহলি বলেছেন, পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছিল। আজও বুঝতে পারি না কীভাবে ম্যাচটা জিতলাম আমরা। আমি রীতিমতো ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। উল্লেখ্য, ওই ম্যাচে ২০ ওভারে ১৬০ রান করে অস্ট্রেলিয়া। ৯৪ রানে ৪ উইকেটে ময়দানে নামেন কোহলি। ক্রিজে তাঁর সঙ্গে ছিলেন তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। দুজনের হাত ধরে সেরা ১০ ম্যাচের মধ্যে একটা ম্যাচ হয় এটি।
এদিনের আড্ডায় ২০১৪ সালের সিরিজের কথাও উঠে আসে। যেখানে তাঁরা দুজনেই অধিনায়ক ছিলেন। ওই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে ভয়ানক অভিজ্ঞতার পর এই সিরিজ খেলেন বিরাট। ফলে সিরিজের শুরুটা খুব একটা ভাল হয়নি। কোহলি মজার ছলে বলেন, আমার চোখের সামনে ভেসে উঠত আমরা খেলার জন্য প্রস্তুতি নিয়েছি। লাঞ্চের আগে ৪ বল খেলা হয়েছে। হঠাৎই মাইকেল স্মিথ আমার মাথায় বল দিয়ে মেরেছে।