আমার স্বাভাবিক খেলা বদলাবে না, বলছেন রোহিত শর্মা
Web Desk, ABP Ananda | 16 Aug 2016 12:29 PM (IST)
পোর্ট অফ স্পেন: ক্রিকেটের যে ফর্ম্যাটেই খেলুন না কেন, কোনও সময়ই নিজের স্বাভাবিক খেলা থেকে সরতে নারাজ রোহিত শর্মা। বিসিসিআই-এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান বলেছেন, ‘প্রথম বল খেলি বা শেষ বল, আমার লক্ষ্য সবসময় আক্রমণাত্মক শট খেলে বোলারদের পাল্টা চাপে ফেলা। আমি জানি পরিস্থিতি ভিন্ন হতে পারে, তবে আমি নিশ্চিতভাবেই আমার স্বাভাবিক খেলা বদলাব না। আমি যেমন আছি তেমনই থাকব। যেটা আমার পক্ষে সবচেয়ে ভাল, আমি সেটাই করব। কেউ আমাকে বলে দিতে পারে না, কীভাবে ব্যাট করতে হবে। ক্রিকেট খেলা শুরু করার পর থেকে আমি যেভাবে খেলে সাফল্য পেয়েছি সেভাবেই খেলে যাব। ভিন্ন পরিস্থিতিতে ব্যাট করার নির্দিষ্ট ধরন আছে। আমি সেটাই করতে চাই।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে রান না পেলেও, দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করেন রোহিত। ৪১ রানের ইনিংসে তিনটি ছক্কা হাঁকান। এই ইনিংস নিয়ে রোহিত বলেছেন, ‘আমি বুঝি, টেস্ট ক্রিকেট যেভাবে খেলা হয় সেভাবে একদিনের ক্রিকেট খেলা যায় না। কিন্তু পৃথিবীতে এমন অনেক উদাহরণ আছে, যেখানে ক্রিকেটাররা একইভাবে ভিন্ন ফর্ম্যাটে খেলেন। দলের প্রয়োজনে আমি সবরকমভাবে খেলতে রাজি। অধিনায়ক ও কোচ যেভাবে খেলতে বলবেন, আমি সেভাবেই খেলব।’