মুম্বই: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ক্রিকেটের বাইরেও তাঁর জীবন নিয়ে চর্চা করছেন এরকম সমর্থকদের উপর বিরক্ত বিরাট কোহলি। মুম্বইয়ে বিরাট জানিয়েছেন, তিনি নিজেও একটা সময় ক্রিকেটারদের ভক্ত ছিলেন কিন্তু ক্রিকেটের বাইরে তাঁদের জীবন নিয়ে কাটাছেড়া করতেন না। ফেসবুক, টুইটারের মতো জায়গায় তাঁকে ও অনুষ্কা শর্মাকে নিয়ে ভক্তদের আলোচনায় বিরক্ত বিরাটের অনুরোধ ক্রিকেটেই সীমাবদ্ধ থাকুন।
আইপিএল খেলার মাঝেই চুটিয়ে সিনেমাও দেখছেন বিরাট। আর সচিন, ধোনি ও আজহারকে নিয়ে তৈরি বায়োপিকগুলোও রিলিজ হলেই দেখে নিতে চান আরসিবির অধিনায়ক।
শুনুন ভিডিওতে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় ভক্তদের প্রতি বিরক্ত বিরাট