নয়াদিল্লি: আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ। প্রতিযোগিতা শুরু আগামী বছরের ১১ অক্টোবর থেকে, চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। তার ঠিক এক বছর আগে আজ আন্তর্জাতিক শিশুকন্যা দিবসে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাসকট উদ্বোধন হল। এই ম্যাসকটের নাম ‘ইভা’। একটি সিংহীকে বিশ্বকাপের ম্যাসকট হিসেবে বেছে নেওয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ‘নারীশক্তির প্রতীক ইভা। ভারত সহ সারা বিশ্বের মহিলাদের অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই ম্যাসকট বেছে নেওয়া হয়েছে।’


অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘ইভা শক্তিশালী, প্রাণোচ্ছল ও নজরকাড়া এশিয়াটিক প্রজাতির সিংহী। দলগত ঐক্য ও সংহতি, সহনশীলতা, দানশীলতা এবং অন্যদের ক্ষমতাশালী করে তোলার মাধ্যমে অনুপ্রেরণা ও উৎসাহ জোগানোই ইভার লক্ষ্য। সেই কারণেই আন্তর্জাতিক শিশুকন্যা দিবসে এই ম্যাসকট উদ্বোধন করা হল। খাসি ভাষায় ইভার অর্থ দূরদর্শিতা বা বিচারশক্তি। ভারত সহ সারা বিশ্বের মেয়েদের উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া এবং নিজেদের দক্ষতার পূর্ণ বিকাশ ঘটানোর বিষয়ে অনুপ্রেরণা জোগাবে ইভা।’


অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ফিফার চিফ উওমেনস ফুটবল অফিসার সারাই বেয়ারম্যান বলেছেন, ‘মহিলা ফুটবলের জন্য ২০২২ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভবিষ্যতের তারকারা ভারতের মাটিতে তাদের দক্ষতার পরিচয় দেবে। এর ৯ মাস পরেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মহিলা বিশ্বকাপ। ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের মাধ্যমে ইভা দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলবে এবং মেয়েদের খেলার সঙ্গে যুক্ত হতে উৎসাহ জোগাবে।’


লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান প্রফুল্ল পটেল বলেন, ‘ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২২ আয়োজনের ক্ষেত্রে অফিসিয়াল ম্যাসকট ইভা উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শক্তি ও সাহসিকতার প্রতীক ইভা। সব মেয়ের মধ্যেই এই গুণ দেখা যায়। আজ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস। আজই ম্যাসকট উদ্বোধনের উপযুক্ত দিন। ইভা মেয়েদের শুধু ফুটবলই না, জীবনের সব ক্ষেত্রে এগিয়ে চলার বিষয়ে অনুপ্রেরণা জোগাবে।’