ভারতীয় দলের প্রত্যেকেই ফুরফুরে মেজাজে আছেন। টিম ডিনারে সেই ছবিই দেখা গেল। ফেসবুকে ভারতীয় দলের অফিসিয়াল পেজে একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রোহিত শর্মা সবার সঙ্গে মজা করছেন। লন্ডনের রাস্তায় প্রথমে এক ভক্তর সেলফির আবদার মেটান রোহিত। এরপর টিম ডিনারে রবীন্দ্র জাডেজা, কেদার যাদব, অজিঙ্ক রাহানে, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, ফিল্ডিং কোচ আর শ্রীধর, রবিচন্দ্রন অশ্বিনদের সঙ্গে মজার ছলে কথা বলেন তিনি।
গতবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে আছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। খেতাব ধরে রাখাই বিরাটদের লক্ষ্য।