এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। সেই সময় সহবাগ মজার ছলে বলেন, ছেলের বিরুদ্ধে খেলতে নামার আগে নাতির সঙ্গে খেলছে ভারত। শোয়েব আখতারকে উদ্দেশ্য করে সহবাগ খোঁচা দেন, ভারতের বিরুদ্ধে হেরে যাওয়ার পর পাকিস্তানিরা যেন টিভি না ভাঙেন। তাঁদের টিভির বদলে রেডিও কেনা উচিত।
সহবাগের এই ধরনের মন্তব্য নিয়ে ক্ষোভ তো ছিলই, তার উপর ভারতের বিরুদ্ধে হেরে যাওয়ায় পাকিস্তানিদের জ্বালা বেড়ে যায়। রশিদের মন্তব্যেই স্পষ্ট, তাঁরা ভারতের হারের অপেক্ষায় ছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত হারতেই সহবাগের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।