বার্মিংহ্যাম: অনুশীলনের মাঠ নিয়ে অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেট টিম। ক্ষোভ উগরে দিলেন বিরাট কোহলিরা। তড়িঘড়ি সুব্যবস্থার নিশ্চিত করার আশ্বাস দিল আয়োজকরা।
অনুশীলনের মাঠ পাওয়ার কথা ছিল সকাল ১০ টায়। কিন্তু, বিরাট, কুম্বলেরা মাঠে গিয়ে পৌঁছে যা দেখলেন, তাতে তো চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়! ছোট্ট অপরিসর মাঠ। নেই পর্যাপ্ত পরিকাঠামোও। বার্মিংহামে ভারত-পাক মহা-ক্রুসেডের আগে না কি অনুশীলন করতে হবে সেখানে!
অথচ, পাক-দল যে কোল্টস্ গ্রাউন্ডে অনুশীলন করছে, সেটি বেশ বড়। পরিকাঠামো নিয়েও কোনও অভিযোগ নেই সরফরাজদের। কেন এই বৈষম্য? কার্যত ফুঁসছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এদিকে, ভেন্যু ম্যানেজারের সাফাই, অস্ট্রেলিয়াও ওই একই জায়গায় অনুশীলন করেছে। আগামীকাল তাদের ম্যাচ।
ভারতীয় দলের ম্যানেজার কপিল মালহোত্র জানিয়েছেন, সাধারণত গ্রীষ্মে ইংল্যান্ডে সন্ধে ৭.৩০ পর্যন্ত দিনের আলো থাকে। সেক্ষেত্রে সঠিক পরিকল্পনা-মাফিক অনুশীলনের সূচি তৈরি করলে কোনও টিমেরই অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের জন্য এমন নিম্নমানের মাঠ রাখা হয়েছে জানলে বেলার দিকে অন্য কোনও মাঠে অনুশীলন করতে পারতাম আমরা।
অনুশীলনের মাঠ খতিয়ে দেখে রীতিমত বিরক্ত ক্যাপ্টেন কোহালি। ধোনির সঙ্গে এ-নিয়ে আলোচনাও করেছেন তিনি। এমনও হয় যে অনুশীলনের মাঝেই তাঁকে অন্য মাঠ দেখতে বেরিয়ে যেতে হয়। তবে, শুক্রবার টিম ইন্ডিয়াকে বড় মাঠ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে, দলের অনুশীলনের সংবাদমাধ্যমকে ঢোকার অনুমতি না দেওয়ায় সেখানেও একপ্রস্থ নাটক হয়।
অনুশীলনের মাঠ নিয়ে অসন্তুষ্ট কোহলিরা, জানালেন অভিযোগ, আশ্বাস আয়োজকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jun 2017 07:44 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -