ভারতকে বাড়তি সুবিধা, আইসিসি-কে তোপ ভিভের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2016 12:50 PM (IST)
NEXT
PREV
কিংস্টন: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের আচরণের নিন্দা করায় আইসিসি-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কিংবদন্তি ভিভ রিচার্ডস। তাঁর দাবি, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থায় ভারতের জন্য একরকম নিয়ম আর ওয়েস্ট ইন্ডিজের জন্য অন্য নিয়ম।
সম্প্রতি দুবাইয়ে আইসিসি-র বৈঠকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের আচরণের নিন্দা করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, টি-২০ বিশ্বকাপ চলাকালীন তাঁদের আচরণ যথাযথ ছিল না। তাঁরা এই প্রতিযোগিতার নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। ক্যারিবিয়ানেদর আচরণে বিশ্বকাপের মর্যাদাহানি হয়েছে।
আইসিসি-র এই মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েছেন ভিভ। তিনি রেফারেল সিস্টেম নিয়ে ভারতের আপত্তির কথা উল্লেখ করে বলেছেন, আইসিসি যদি ক্রিকেটের নিয়ামক সংস্থা হয়, তাহলে সব দেশকেই নিয়ম মানতে হবে। কিন্তু ভারত বছরের পর বছর ধরে কিছু নিয়ম মানছে না।
ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলের অধিনায়ক ড্যারেন স্যামি, অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো ও মার্লন স্যামুয়েলস তাঁদের দেশের ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করেন। এই কারণেই আইসিসি ক্যারিবিয়ানদের নিন্দা করেছে বলে মনে করেন ভিভ। সেই কারণেই তিনি পাল্টা তোপ দেগেছেন।
কিংস্টন: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের আচরণের নিন্দা করায় আইসিসি-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কিংবদন্তি ভিভ রিচার্ডস। তাঁর দাবি, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থায় ভারতের জন্য একরকম নিয়ম আর ওয়েস্ট ইন্ডিজের জন্য অন্য নিয়ম।
সম্প্রতি দুবাইয়ে আইসিসি-র বৈঠকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের আচরণের নিন্দা করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, টি-২০ বিশ্বকাপ চলাকালীন তাঁদের আচরণ যথাযথ ছিল না। তাঁরা এই প্রতিযোগিতার নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। ক্যারিবিয়ানেদর আচরণে বিশ্বকাপের মর্যাদাহানি হয়েছে।
আইসিসি-র এই মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েছেন ভিভ। তিনি রেফারেল সিস্টেম নিয়ে ভারতের আপত্তির কথা উল্লেখ করে বলেছেন, আইসিসি যদি ক্রিকেটের নিয়ামক সংস্থা হয়, তাহলে সব দেশকেই নিয়ম মানতে হবে। কিন্তু ভারত বছরের পর বছর ধরে কিছু নিয়ম মানছে না।
ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলের অধিনায়ক ড্যারেন স্যামি, অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো ও মার্লন স্যামুয়েলস তাঁদের দেশের ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করেন। এই কারণেই আইসিসি ক্যারিবিয়ানদের নিন্দা করেছে বলে মনে করেন ভিভ। সেই কারণেই তিনি পাল্টা তোপ দেগেছেন।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -