পোচেস্ট্রুম: ভারত-বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল পরবর্তী দুই দলের ক্রিকেটারদের মধ্যে বচসা গড়াল আইসিসি পর্যন্ত। ভারতীয় দলের ম্যানেজার জানিয়ে দিলেন, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা যথেষ্ট গুরুত্ব দিয়ে ব্যাপারটা খতিয়ে দেখছে।
রবিবার ম্যাচ চলাকালীন বারবার বাকযুদ্ধে জড়িয়ে পড়েন ভারত ও বাংলাদেশ – দুই দলের ক্রিকেটারেরা। ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই মাঠে ঢুকে উৎসবে মেতে ওঠেন বাংলাদেশের ক্রিকেটারেরা। ভারতীয় শিবির থেকে অভিযোগ করা হয়, সেই সময় বাংলাদেশের ক্রিকেটারেরা তাঁদের সঙ্গে অভব্য আচরণ ও কটূক্তি করেছেন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গ বাংলাদেশি ক্রিকেটারদের আচরণকে ‘নোংরামি’ বলেও তোপ দাগেন। ‘অনভিপ্রেত ঘটনা’ বলে দুঃখপ্রকাশ করেন বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলি।
যদিও তাতে বরফ গলছে না। ভারতীয় দলের ম্যানেজার অনিল পটেল জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটারদের উদ্ধত সেলিব্রেশন গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখবে বলেও দাবি করেছেন তিনি। পটেল বলেছেন, ‘ঠিক কী হয়েছিল আমরা জানি না। কারণ পরাজয়ের পর প্রত্যেকেই বিমর্ষ ছিল। আইসিসি-র কর্তারা সেই সময়কার ভিডিও ফুটেজ দেখে আমাদের জানাবে ঠিক কী হয়েছিল।’ তিনি যোগ করেছেন, ‘ম্যাচ রেফারি গ্রেম ল্যাব্রয় আমার সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেছেন ম্যাচে এবং ম্যাচের পরে যেটা হয়েছে, সেটা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।’
ফাইনালে জিতে বাংলাদেশ ক্রিকেটারদের আগ্রাসী উন্মাদনার ভিডিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে আইসিসি, জানালেন ভারতের টিম ম্যানেজার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Feb 2020 05:45 PM (IST)
ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই মাঠে ঢুকে উৎসবে মেতে ওঠেন বাংলাদেশের ক্রিকেটারেরা। ভারতীয় শিবির থেকে অভিযোগ করা হয়, সেই সময় বাংলাদেশের ক্রিকেটারেরা তাঁদের সঙ্গে অভব্য আচরণ ও কটূক্তি করেছেন।
Photo: ICC via Getty Images
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -