দুবাই: বিসিসিআইয়ের দাবি নাকচ করে দিল আইসিসি। নাম না করে পাকিস্তানের সঙ্গে সব ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার যে দাবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড রেখেছিল, তা নাকচ করে দিল বিশ্ব ক্রিকেটের সর্বনিয়ামক সংস্থা। এমন বিষয়ে কোনও ভূমিকাই নেবে না আইসিসি, স্পষ্ট জানিয়েছেন চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। শনিবার বৈঠকের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়, ক্রিকেট খেলিয়ে কোনও দেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার কোনও নিয়মই আইসিসি-র সংবিধানে নেই। সুতরাং, এই বিষয়ে কোনও পদক্ষেপ করবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সব কিছু জেনেশুনেও এমন একটা পদক্ষেপ নিয়েছিল। তবে এতে লাভের লাভ কিছুই হয়নি। বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিকে আমল দিলেও ‘সন্ত্রাসে মদতকারি’ দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ভারতীয় বোর্ডের দাবিকে একেবারে নস্যাত্ করে দিয়েছে আইসিসি।  সূত্রের খবর মোতাবেক বৈঠকে আইসিসি চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, সরকারের তরফে কোনও দেশকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হলেও আইসিসি-র সংবিধানে এমন নিয়ম নেই।

১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি নাশকতার পরই সংশ্লিষ্ট মহলের একাংশ পাকিস্তানকে বয়কট করার জন্য সওয়াল করেন। বিশ্বকাপের মতো মঞ্চে পাকিস্তান ম্যাচ বয়কট করার পক্ষে সওয়াল করতে শোনা যায় হরভজন সিংহ, সৌরভ গঙ্গ্যোপাধ্যায়ের মতো প্রাক্তন ক্রিকেটারদের। অন্যদিকে তেন্ডুলকর, গাওয়স্করের মতো কিংবদন্তিরা পাকিস্তান ম্যাচ খেলার পক্ষেই সায় দেন। এমন অবস্থায় বোর্ডও কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। উল্টে, দেশের সরকারের উপরই এই সিদ্ধান্তের দায়িত্বভার ছেড়েছে বোর্ড। এই পরিস্থিতিতে আইসিসি সরাসরি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি প্রত্যাখান করায় পাল্টা চাপ বাড়ল বিসিসিআইয়ের উপরই।