দুবাই: মঙ্গলবার এক ডিজিটাল শোয়ের মাধ্যমে টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে। দুবাইয়ের সময় অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হবে এই শো। যোগ দেবেন দীনেশ কার্তিক, ড্যারেন স্যামি ও ঈশা গুহ। T20worldcup.com  ও ICC Cricket app-এ এই শো দেখা যাবে। 


এবার পুরুষদের টি-২০ বিশ্বকাপ হতে চলেছে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহিতে। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। 


প্রথমে ঠিক ছিল, এবার ভারতে হবে টি-২০ বিশ্বকাপ। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ভারত থেকে এই প্রতিযোগিতা সরিয়ে নেওয়া হয়। ওমান ও সংযুক্ত আরব আমিরশাহিতে হবে টি-২০ বিশ্বকাপ। দুবাই, আবু ধাবি, শারজা ও ওমানে টি-২০ বিশ্বকাপের খেলা হবে। সুপার ১২-এ রয়েছে দু’টি গ্রুপ, যেখানে ৬টি করে দলকে রাখা হয়েছে। রাউন্ড ওয়ানে গ্রুপ এ-তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া। অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। গ্রুপ এ-র জয়ী ও গ্রুপ বি-র রানার আপ দল টি-২০ বিশ্বকাপের গ্রুপ এ-তে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে, গ্রুপ বি-র জয়ী ও গ্রুপ এ-র রানার আপ গ্রুপ বি-তে খেলবে।


ভারত ও পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। ওই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত। এখনও পর্যন্ত একদিনের বিশ্বকাপ ও টি ২০ বিশ্বকাপে ভারতের কাছে সব ম্যাচেই হেরেছে পাকিস্তান। গত টি-২০ বিশ্বকাপেও ভারত ও পাকিস্তানকে এক গ্রুপেই রাখা হয়েছিল। ওই বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শক মহলে আগ্রহের কথা মাথায় রেখে এবারও দু’টি দলকে একই গ্রুপে রাখা হয়েছে। আইসিসি সূত্রে খবর, ২৪ অক্টোবর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই এই ম্যাচের অপেক্ষায়। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যা রেকর্ড, তাতে এবারও জয়ের আশাই করছেন ভারতীয় সমর্থকরা।