দুবাই: আগামী বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আইসিসি মঙ্গলবার আগামী টি ২০ বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা করেছে। টুর্নামেন্টে ভারতের প্রথম খেলা ২৪ অক্টোবর পার্থে। সাউথ জিলঙে কোয়ালিফাইং রাউন্ড সহ ১৮ অক্টোবর থেকে টুর্নামেন্ট শুরু। ভারত রয়েছে পুল বি-তে, সঙ্গে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। পুল এ –তে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, আয়োজক অস্ট্রেলিয়া, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০১৮-র শেষে আইসিসি র্যা ঙ্কিং অনুযায়ী সেরা আটটি দল-পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান সরাসরি কোয়ালিফাই করেছে। ওই দলগুলিকে দুটি পুলে ভাগ করা হয়েছে। সুপার ১২-র বাকি চারটি জায়গা নিয়ে প্রথম রাউন্ডের পর সিদ্ধান্ত নেওয়া হবে। র্যা ঙ্কিংয়ে ৯ ও ১০ নম্বরে থাকা দল শ্রীলঙ্কা (গ্রুপ এ) এবং বাংলাদেশ ইতিমধ্যেই প্রথম রাউন্ডের কোয়ালিফিকেশনে সরাসরি এসেছে। চলতি বছরের শেষের দিকে টি ২০ বিশ্বকাপ কোয়ালিফায়ারের ফলাফলের ভিত্তিতে প্রতি গ্রুপে তিনটি করে মোট ছয়টি দল যোগ দেবে। ফার্স্ট রাউন্ডে প্রথম স্থানে থাকা দুটি দল সুপার ১২-তে পৌঁছে যাবে। প্রথম রাউন্ডে জিলঙে ২০২০-র ১৮ অক্টোবর ২০১৪-র চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা খেলতে নামবে। এভাবে সুপার ১২ তে পৌঁছনোর অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ২৫ অক্টোবর রবিবার মেলবোর্নে নিউজিল্যান্জের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। ভারত তাদের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর পারথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। ফাইনাল খেলা হবে ১৫ নভেম্বর মেলবোর্নে। সিডনি ও অ্যালিলেডে যথাক্রমে ১১ ও ১২ নভেম্বর হবে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল। সুপার ১২ তে দুটি পৃথম পুলে রয়েছে ভারত ও পাকিস্তান। কারণ, ক্রমতালিকায় এই দুটি দল প্রথম দুটি স্থানে রয়েছে। পুরুষদের টি ২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াতেই হবে মহিলাদের টি ২০ বিশ্বকাপ। ২০২০-র ২১ ফেব্রুয়ারি থেকে ২০২০-র ৮ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।