কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। বিশ্বকাপের (ODI World Cup) সেমিফাইনাল-সহ ইডেন গার্ডেন্সের (Eden Gardens) পাঁচ ম্যাচের টিকিটের দাম কত হবে, ঘোষণা করে দিল সিএবি (CAB)।


সোমবারের অ্যাপেক্স কমিটির বৈঠকের পর সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) জানিয়েছেন, ভারত-দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম অন্য তিন ম্যাচের চেয়ে সামান্য বেশি হবে।


ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) ও সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম হবে আপার টিয়ার - ৯০০ টাকা। ডি ও এইচ ব্লক ১৫০০ টাকা। সি ও কে ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা এবং বি ও এল ব্লকের টিকিটের দাম ৩০০০ টাকা।


বিশ্বকাপে বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ওয়ান (নেদারল্যান্ডস) ম্যাচের সব স্ট্যান্ডের আপার টিয়ারের টিকিটের দাম হবে ৬৫০ টাকা। ডি ও এইচ ব্লকের টিকিটের দাম হবে ১০০০ টাকা ও বি, সি, কে ও এল ব্লকের টিকিটের দাম হবে ১৫০০ টাকা।


পাকিস্তান বনাম ইংল্যান্ড (Pak vs Eng) ও বাংলাদেশ বনাম পাকিস্তান (Bang vs Pak) ম্যাচের টিকিটের দাম হবে আপার টিয়ার - ৮০০ টাকা। ডি ও এইচ ব্লক ১২০০ টাকা। সি ও কে ব্লক ২০০০ টাকা এবং বি ও এল ব্লক ২২০০ টাকা।


যদিও টিকিটের দাম নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। অনেকেরই মনে হয়েছে, টিকিটের দাম একটু বেশিই রাখা হয়েছে। কারও কারও মতে, বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচে এমনিতেই মাঠ ভরা নিয়ে সংশয় থাকবে। তারপর যদি সর্বনিম্ন টিকিটের দাম ৬৫০ টাকা হয়, তাহলে অনেকেই মাঠে যাওয়ার আগ্রহ হারাতে পারেন। বিশেষ করে উৎসবের মরশুমে ম্যাচগুলি হবে বলে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ও সেমিফাইনালের টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছে ৯০০ টাকা। সেটা নিয়েও প্রশ্ন তুলছে কোনও কোনও মহল।


 




তবে সিএবি প্রেসিডেন্ট বলেছেন, 'সব দিক বিচার করেই দাম নির্ধারিত হয়েছে। ২০১১ সালের বিশ্বকাপের টিকিটের দামের সঙ্গে তুলনা করলে চলবে না। বাজারদর ১২ বছরে সম্পূর্ণ পাল্টে গিয়েছে। জিনিসপত্রের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই টিকিটের দাম করা হয়েছে।'


আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial