দুবাই: এ যেন সাপ-সিঁড়ির লুডো। জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে (Indian Cricket Team) হারিয়ে টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছিল অস্ট্রেলিয়া (Australia)। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ট্র্যাভিস হেড। যিনি ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালেও ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। পরে অবশ্য অস্ট্রেলিয়াকে উৎখাত করে টেস্টে আইসিসি বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বর দল হয়েছিল ভারত। ফের উলটপুরাণ। ভারতের সিংহাসন কেড়ে নিল অস্ট্রেলিয়া। আইসিসি ব়্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা টেস্ট দল হিসাবে উঠে এল তালিকার শীর্ষে।
ভারত ও অস্ট্রেলিয়া - দুই দলই ১১৮ রেটিংয়ে ছিল। তবে পয়েন্টে এগিয়ে ছিল ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-১ ফলে শেষ হওয়ায় ভারত এক রেটিং পয়েন্ট হারায়। তাতেই শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ভারত নেমে গিয়েছে দুই নম্বরে। অস্ট্রেলিয়া ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই টেস্টেই জিতেছে। ১১৮ পয়েন্টেই রয়ে গিয়েছেন প্যাট কামিন্সরা।
এর ফলে তিন ধরনের ক্রিকেটেই বিশ্বের এক নম্বর দল হওয়ার স্বীকৃতি হারাল ভারত। টেস্ট ছাড়াও ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর দল ছিল ভারতই। ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দল হিসাবে তিন ধরনের ফর্ম্যাটে পয়লা নম্বরে পৌঁছেছিল ভারত। টেস্টে সিংহাসনচ্যুত হওয়ার পর এখন শুধু ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রইল ভারত।
আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জি ট্রফিতে দুরন্ত সেঞ্চুরি করেও আফশোস অনুষ্টুপের, অভিষেকেই উজ্জ্বল সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে