দুবাই: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে নিজেদের স্থান ধরে রাখলেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। তবে, একধাপ পিছোলেন রবিচন্দ্রণ অশ্বিন।
সদ্য প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ভারতীয় অধিনায়ক দ্বিতীয় স্থানেই রয়েছেন। ষষ্ঠ স্থাদনে রয়েছেন পূজারা। অন্যদিকে, বোলারদের তালিকায় একধাপ নেমে ষষ্ঠ স্থানে রয়েছেন অশ্বিন। তাঁকে টপকে পঞ্চম স্থান দখল করেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্ক।
প্রসঙ্গত, এটাই স্টার্কের কেরিয়ারের সেরা র্যাঙ্কিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে স্টার্কের দুরন্ত পারফরম্যান্সের ফলে ১১৮ রানে প্রথম টেস্ট জিতে যায় অস্ট্রেলিয়া। ম্যাচে ১০৯ রানে ৯ উইকেট নেন স্টার্ক।
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয়স্থানেই কোহলি, নামলেন অশ্বিন
Web Desk, ABP Ananda
Updated at:
06 Mar 2018 03:33 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -