দুবাই: সর্বশেষ আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম টেস্টে দুরন্ত পারফরম্যান্সের জোরে প্রথম পাঁচে ঢুকলেন চেতেশ্বর পূজারা। অন্যদিকে, বোলারদের তালিকায় কেরিয়ারের সেরা ৩৩ তম স্থানে উঠলেন জসপ্রীত বুমরাহ।
সদ্যসমাপ্ত অ্যাডিলেডের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারায় ভারত। কোহলি-ব্রিগেডের ওই জয়ে বড় ভূমিকা পালন করেন মিডল-অর্ডার ব্যাটসম্যান পূজারা। দু-ইনিংসে তাঁর করা যথাক্রমে ১২৩ ও ৭১ রান ভারতের জয়ের ভিত গড়ে দেয়। পূজারার ওই পারফরম্যান্স প্রতিফলিত হয়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে।
সদ্যপ্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী, টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন কোহলি। তবে, অ্যাডিলেড টেস্টে তেমন কোনও পারফরম্যান্স না দেখাতে পারায় তাঁর পয়েন্ট কমেছে। বর্তমানে তাঁর সংগ্রহ ৯২০ পয়েন্ট। কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন দুরন্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
অন্যদিকে, বোলারদের তালিকায় পাঁচ ধাপ উঠে ৩৩তম স্থানে রয়েছেন ভারতীয় পেসার বুমরাহ। অ্যাডিলেড টেস্টে দু-ইনিংসে ৬টি উইকেট নিয়েছেন তিনি।