নয়াদিল্লি: ভারত সফরে এসে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ দলের। দুই টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে তারা। এবার আইসিসি-র সাসপেনশনের মুখে পড়তে হল ওয়েস্ট ইন্ডিজের কোচ স্টুয়ার্ট ল-কে। ভারতের বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে তাঁকে সাসপেন্ড করল আইসিসি। এক ম্যাচ আধিকারিকের বিরুদ্ধে অভব্য মন্তব্যের জন্য আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে।
আইসিসি আচরণ বিধির ২.৭ ধারায় ২ লেভেল ভঙ্গের জন্য তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে স্টুয়ার্ট ল-কে। সেই সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টও গিয়েছে তাঁর খাতায়।
আইসিসি-র বিবৃতি অনুযায়ী, ওপেনার কিয়েরান পাওয়েল আউট হওয়ার পর স্টুয়ার্ট ল টিভি আম্পায়ারের রুমে গিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেন। হায়দরাবাদে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ওই ঘটনা ঘটে।
আইসিসি-র বিবৃতি অনুযায়ী, এরপর ফোর্থ আম্পায়ারের এরিয়ায় যান স্টুয়ার্ট ল এবং খেলোয়াড়দের উপস্থিতিতে তিনি আপত্তিকর মন্তব্য করেন।
এর আগে ২০১৭-তে পাকিস্তানের বিরুদ্ধে ডোমিনিকায় টেস্ট চলাকালে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল তাঁকে। কাটা গিয়েছিল ম্যাচ ফি-র ২৫ শতাংশ।
ভারতের বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে আইসিসি সাসপেন্ড করল ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ স্টুয়ার্ট ল-কে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2018 07:31 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -