শারজা: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC) প্রথমবার খেলতে নেমেই চমক নমিবিয়ার। প্রথম রাউন্ডের বাধা টপকে সুপার টুয়েলভে জায়গা করে নিয়ে আগেই ইতিহাস গড়েছে তারা। বুধবার সুপার টুয়লেভেও নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল নমিবিয়া। গ্রুপ-২'এ নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিল নমিবিয়া। সেই স্কটল্যান্ড, যোগ্যতা অর্জনকারী পর্বে যারা বাংলাদেশকে হারিয়ে চমক দিয়েছিল।


নামিবিয়ার জয়ের নেপথ্যে রুবেন ট্রাম্পেলমানের অসাধারণ বোলিং। তরুণ পেসারের প্রথম ওভারই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৯ রান তোলে। মাইকেল লিস্ক দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া ক্রিস গ্রেভস ২৫ ও ম্যাথিউ ক্রস ১৯ রান করেন।


স্কটল্যান্ড ইনিংসের প্রথম ওভারেই জর্জ মুনসি, কালাম ম্যাকলেয়ড ও রিচি বেরিংটনের উইকেট তুলে নেন ট্রাম্পেলমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারে তিন উইকেট নিয়ে ইতিহাস গড়েন রুবেন। দলের তিনজন সেরা ব্যাটসম্যান ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফেরার পর আর মাথা তুলে দাঁড়ানোর শক্তি ছিল না স্কটল্যান্ডের। ট্রাম্পেলমান শেষ পর্যন্ত ১৭ রানে ৩ উইকেট নেন। ডেভিড ওয়াইজ নেন ১টি উইকেট।


জবাবে ব্যাট করতে নেমে নমিবিয়া ধীরে সুস্থে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ১৯.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১১৫ রান তুলে ম্যাচ জিতে নেয়। ক্রেগ উইলিয়ামস ২৩, জেজে স্মিথ অপরাজিত ৩২ ও ডেভিড ওয়াইজ ১৬ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন ট্রাম্পেলমান।


টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) চলাকালীনই ক্রিকেটের এই ফর্ম্যাটে সব বিভাগে সেরাদের তালিকা (ICC Ranking) প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা (ICC)। ব্যাটারদের তালিকায় পিছিয়ে পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও কে এল রাহুল। কোহলি এক ধাপ নেমে রয়েছেন পাঁচ নম্বরে। কে এল রাহুল নেমে গিয়েছেন ৮ নম্বরে।