শারজা: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানকে কার্যত অপ্রতিরোধ্য দেখাতে শুরু করেছে। গ্রুপে পাঁচে পাঁচ করে ফেললেন বাবর আজমরা। গ্রুপ ১-এর শীর্ষে থেকে সেমিফাইনালে গেলেন বাবর আজমরা। ৫ ম্যাচের শেষে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াল ১০।
রবিবার স্কটল্যান্ডকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে দিল পাকিস্তান। ফের বল হাতে দাপট পাক বোলারদের। পাকিস্তানের ১৮৯/৪ স্কোর তাড়া করতে নেমে মাত্র ১১৭/৬ স্কোরেই আটকে গেলেন স্কটিশরা।
স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলেছিল ১৮৯/৪। ব্যাট হাতে ফের সফল পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৪৭ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি। দুরন্ত ছন্দে থাকা উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান রান পাননি। মাত্র ১৫ রান করে ফেরেন তিনি। তবে পাকিস্তান ইনিংসকে অন্য মাত্রা দিল প্রাক্তন এক অধিনায়কের ব্যাট। শোয়েব মালিক। মাত্র ১৮ বলে ৫৪ রান করলেন সানিয়া মির্জার স্বামী। তাঁকে যোগ্য সঙ্গত করলেন মহম্মদ হাফিজ। ১৯ বলে ৩১ রান করলেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১১৭/৬ স্কোরে আটকে যায় তারা। পাকিস্তানের হয়ে শাদাব খান দুটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ ও হাসান আলির।
এদিকে, রবিবার স্বপ্নভঙ্গ হল বিরাট কোহলিদের (Virat Kohli)। কেন উইলিয়ামসনরা (Kane Williamson) ৮ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিতেই ভারতের সেমিফাইনালে যাওয়ার সবরকম সম্ভাবনার অন্তর্জলি যাত্রা সম্পন্ন। আশায় বুক বেঁধেছিল গোটা দেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার আফগানিস্তান গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারালে লাইফলাইন পেতেন বিরাট কোহলিরা। সেক্ষেত্রে সোমবার নামিবিয়াকে হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট পেয়ে যেত টিম ইন্ডিয়া।
কিন্তু তা হয়নি। নিউজিল্যান্ড সহজেই হারিয়ে দিয়েছে আফগানিস্তানকে। সেই ম্যাচের পরই নিশ্চিত হয়ে গিয়েছে যে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে ভারতকে। সোমবার নামিবিয়া ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।
হতাশ বিরাট কোহলিরা তৎক্ষনাৎ প্র্যাক্টিস বাতিল করে দিলেন। নামিবিয়া ম্যাচের আগে আর কোনও প্রস্তুতিতে নামছেন না ভারতীয় ক্রিকেটারেরা। অনুশীলন ছাড়াই সোমবার নিয়মরক্ষার এই ম্যাচে খেলবেন তাঁরা।