ব্রিসবেন: তাঁরা প্রবল প্রতিপক্ষ দুই দেশের দুই সেরা তারকা। চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের বোলিং বিভাগের দুই সেরা মুখও। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল মহম্মদ শামি (Mohammed Shami) ও শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi)।


২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারত। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে। আর তার আগে প্র্যাক্টিসের ফাঁকে শামির সঙ্গে দেখা হয়ে গেল শাহিন শাহ আফ্রিদির। পাক পেসারকে বোলিং নিয়ে পরামর্শ দিলেন শামি। দুই পেসারকে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেল।


দুই দেশের দুই পেসারই নিজ নিজ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এবং দুজনই দীর্ঘদিন পরে নিজেদের দলে ফিরছেন। চোটের কারণে ২০২২ সালের এশিয়া কাপে শাহিন অংশ নিতে না পারলেও এখন পুরোপুরি ফিট এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে পাকিস্তানের জার্সি গায়ে আবারও বোলিং করতে দেখা যাবে। সেই সঙ্গে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি। আইপিএল-এর পর থেকে আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে তাঁকে দেখাই যায়নি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তিনি প্রথমে স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু বুমরা আহত হওয়ার পর তাঁকে মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় শামি ও শাহিন আফ্রিদির ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, বোলিং গ্রিপ নিয়ে শাহিনকে পরামর্শ দিচ্ছেন শামি।


দুরন্ত শামি


যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) চোট পেয়ে ছিটকে না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) তাঁর খেলাই হতো না। সেই মহম্মদ শামি (Moahmmed Shami) অস্ট্রেলিয়ায় আগুন ঝরাতে শুরু করলেন। সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দেয় ভারত। বল হাতে দুরন্ত ছন্দে শামি। এক ওভারে তুলে নেন ৩ উইকেট। অথচ ম্যাচে এক ওভারই বল পেয়েছেন শামি। তাও অস্ট্রেলিয়া ইনিংসের শেষ ওভারে। কেন মাত্র এক ওভার বোলিং দেওয়া হল শামিকে? 


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সোমবার ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কার্যত হারের মুখে দাঁড়িয়েছিল ভারত। তবে শামির দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে জিতে যান রোহিত শর্মারা। ম্যাচের পর শামিকে মাত্র এক ওভার বোলিং করানো নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘দীর্ঘদিন পরে ও (শামি) ফিরে আসছে। তাই ওকে এক ওভার করিয়ে দেখে নিতে চাইছিলাম। ওর সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চেয়েছিলাম এবং শেষ ওভারে বল দিতে চাইছিলাম। আপনারাও দেখে নিলেন যে ও কী করল।’


আরও পড়ুন: 'দাদা আঙ্কল', মুম্বইয়ে সৌরভের মন জিতে নিল খুদে ভক্ত