নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-২০ সিরিজের দু’টি ম্যাচে যথাক্রমে ৫০ ও ৪৭ রান করার সুবাদে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে জীবনের সেরা জায়গায় পৌঁছে গেলেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। এই ডানহাতি ব্যাটসম্যান চার ধাপ উন্নতি করে এখন ৭২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে। রাহুলের পাশাপাশি ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিরও টি-২০ র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। বিরাট দু’ধাপ উঠে এখন ১৭ নম্বরে। ধোনি সাত ধাপ উন্নতি করে এখন ৫৬ নম্বরে। ভারতের বোলারদের মধ্যে পেসার জসপ্রীত বুমরাহ ১২ ধাপ উঠে এখন ১৫ নম্বরে। বাঁ হাতি স্পিনার ক্রুনাল পাণ্ড্য ১৮ ধাপ উঠে কেরিয়ারের সেরা জায়গা ৪৩ নম্বরে আছেন। চায়নাম্যান কুলদীপ যাদব অবশ্য দু’ধাপ নেমে এখন চার নম্বরে।