মাঝেমধ্যেই বৃষ্টির কারণে ম্যাচে ওভার সংখ্যা কমে হয় হয় ২০। প্রথমে ব্যাট করে ভারত এ ২০ ওভারে চার উইকেটে পাহাড় প্রমাণ ২০৪ রান করে। প্রথম ওভারে উইকেট হারালেও সঞ্জু ও শিখর পরবর্তী ১৩ ওভারে ১৩৭ রান তুলে বড় স্কোরের ভিত গড়ে দেন। ১৪ তম ওভারে জর্জ লিন্ডের বলে ৩৬ বলে ৫১ রান করে আউট হন শিখর।
দুই ওভার পর ৪৮ বলে ৯১ রান করে আউট হন সঞ্জু। তাঁর ইনিংসে ছিল সাতটি ছয় ও ছয়টি চার। ডেথ ওভারগুলিতে বড় শট খেলে দলের রান ২০০ পার করেন শ্রেয়স আয়ার।
বিশাল রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা এ। শুরুতেই উইকেট তুলে নেন শার্দুল। পরে আরও দুটি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর দুটি উইকেট দখল করেন। দক্ষিণ আফ্রিকা এ দলের সর্বোচ্চ স্কোরার রেজা হেনড্রিক্স (৫৯)-কে আউট করেন রাহুল চাহর।
সংক্ষিপ্ত স্কোর ভারত এ ২০ ওভারে ৪ উইকেটে ২০৪ (সঞ্জু ৯১, শিখর ৫১; বিউরান হেনড্রিক্স ২/২৯;দক্ষিণ আফ্রিকা এ ১৬৮ (রেজা হেনড্রিক্স ৫৯, কাইল ভেরেইনে ৪৪; শার্দুল ৩/৯)