দুবাই: টেস্টে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় নেমে গেলেন বিরাট কোহলি। পাঁচ নম্বরে নেমে গেলেন ভারতীয় দলের অধিনায়ক। তাঁকে টেক্কা দিলেন জো রুট। প্রথম টেস্টে ভারত অধিনায়ক যেখানে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন, সেখানে ইংল্যান্ড অধিনায়ক শতরান হাঁকিয়েছেন। তবে বোলারদের তালিকায় প্রথম দশে ফের ঢুকলেন জসপ্রীত বুমরা।


ব্যাটিং তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন বিরাট। চারে রয়েছেন জো রুট। রুট প্রথম টেস্টে প্রথম ইনিংসেও ৬৪ রানের ইনিংস খেলেছিলেন। যার জন্য ৪৯ পয়েন্ট ঝুলিতে পুরে নেন তিনি। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি।


৯০১ পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় শীর্ষেই রয়েছেন কেন উইলিয়ামসন। ৮৯১ পয়েন্ট নিয়ে স্টিভ স্মিথ রয়েছেন দ্বিতীয় স্থানে। ৮৭৮ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছেন আরেক অজি তারকা মার্নাস লাবুশেন। তালিকায় ৮৪৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন জো রুট ও ৭৯১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন বিরাট। প্রথম টেস্টে ৮৪ ও ২৬ রান করার পুরস্কার হিসেবে ক্রমতালিকায় এগিয়েছেন কে এল রাহুলও। তিনি ৫৬ নম্বর পজিশনে উঠে এসেছেন। ইংল্যান্ডের ওপেনার ডম সিবলি চারধাপ এগিয়ে ৫২ নম্বরে রয়েছেন। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা প্রথম টেস্টে ব্যাট হাতে ভাল পারফর্মের জন্য ব্যাটসম্যানদের তালিকায় চারধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন। ট্রেন্টব্রিজে প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন জাদেজা।


বোলারদের তালিকায় ৯ নম্বরে উঠে এসেছেন জসপ্রীত বুমরা। প্রথম টেস্টে দারুণ পারফরম্যান্সের পর দশ ধাপ এগিয়েছেন এই ডানহাতি ফাস্ট বোলার। ভারতীয় বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৮৫৬ পয়েন্ট নিয়ে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম টেস্টের পর ১ ধাপ এগিয়ে জেমস অ্যান্ডারসন ৭ নম্বরে উঠে এসেছেন বোলারদের ক্রমতালিকায়।


টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন শাকিব আল হাসান। ২০১৭ সালের অক্টোবর মাসের পর ফের একবার সিংহাসন ফিরে পেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। বোলারদের তালিকায় বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ২০ ধাপ এগিয়ে এই মুহূর্তে ১০ নম্বর স্থানে রয়েছেন।