দুবাই: বিশাখাপত্তনমে জোড়া সেঞ্চুরির সুবাদে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৩৬ ধাপ ওপরে উঠে এলেন রোহিত শর্মা। তিনি রয়েছেন ১৭ নম্বরে। এটাই টেস্টে তাঁর কেরিয়ারের সেরা র্যাঙ্কিং।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসে ১৭৪ ও ১২৭ রান করেছিলেন রোহিত। টেস্ট অভিষেকর ৬ বছর পর প্রথমবারের জন্য ইনিংস ওপেন করেছিলেন মুম্বইয়ের হিটম্যান। আর প্রথম ম্যাচেই সফল। যাঁর প্রতিফলন পড়ল র্যাঙ্কিংয়েও।
বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা মায়াঙ্ক অগ্রবালও কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন। ব্যাটসম্যানদের তালিকায় তিনি রয়েছেন ২৫ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরেই রয়েছেন বিরাট কোহলি। তবে তাঁর সংগৃহীত পয়েন্ট নেমে গিয়েছে ৯০০-র নীচে। ২০১৮ সালের জানুয়ারি মাসের পর এই প্রথম।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে ফিরে এলেন আর অশ্বিন। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন মহম্মদ শামি। তাঁর সংগৃহীত ৭১০ পয়েন্ট কেরিয়ারের সেরা।
বিশাখাপত্তনমে সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের তালিকায় সাত নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক। সেঞ্চুরি করে ডিন এলগার উঠে এসেছেন ১৪ নম্বরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪০ পয়েন্ট পেয়েছে ভারত। ভারতের মোট পয়েন্ট ১৬০।
আইসিসি র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ ওপরে উঠলেন রোহিত, দুইয়ে থেকে গেলেও পয়েন্ট হারালেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
08 Oct 2019 10:23 AM (IST)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে ফিরে এলেন আর অশ্বিন। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন মহম্মদ শামি। তাঁর সংগৃহীত ৭১০ পয়েন্ট কেরিয়ারের সেরা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -