২০২৩ পর্যন্ত চুক্তি, ফেসবুককে এক্সক্লুসিভ ডিজিট্যাল কনটেন্টের স্বত্ত্ব দিল আইসিসি
Web Desk, ABP Ananda | 26 Sep 2019 05:47 PM (IST)
ভারতীয় উপমহাদেশে আইসিসি প্রতিযোগিতার বিষয়ে যাবতীয় তথ্য পাওয়া যাবে ফেসবুক থেকে।
দুবাই: ২০২৩ পর্যন্ত আইসিসি-র সঙ্গে এক্সক্লুসিভ ডিজিট্যাল কনটেন্টের বিষয়ে চুক্তি হল অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকের। ভারতীয় উপমহাদেশে আইসিসি প্রতিযোগিতার বিষয়ে যাবতীয় তথ্য পাওয়া যাবে ফেসবুক থেকে। বিশ্বের বাকি অংশগুলিতেও ম্যাচ শেষ হওয়ার খেলার যাবতীয় খুঁটিনাটি বিষয় তুলে ধরবে ফেসবুক। এই চুক্তির বিষয়ে আইসিসি চিফ এগজিকিউটিভ মনু সওনি জানিয়েছেন, ‘ফেসবুককে বিশ্ব ক্রিকেট পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা খুশি। কয়েক বছরের জন্য ফেসবুকের সঙ্গে আমাদের একাধিক বিষয়ে চুক্তি হয়েছে। ক্রিকেট যেমন বিশ্বের অন্যতম বহুল সম্প্রচারিত খেলা, ফেসবুকও তেমনই বিশ্বের অন্যতম বৃহৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফলে এই চুক্তি ক্রিকেটের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। এবারের বিশ্বকাপ চলাকালীন রেকর্ড সংখ্যক মানুষ ডিজিট্যাল মিডিয়ায় চোখ রেখেছিলেন। বিশ্বকাপই দেখিয়ে দিয়েছে, সারা বিশ্বে মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম হতে পারে ফেসবুক।’