গায়ানা: অনূর্ধ্ব১৯ বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবার বসেছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর। প্রস্তুতি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েই মূলপর্বের খেলায় আজ থেকে নামতে চলেছে যশ ধূলের নেতৃত্বাধীন ভারতীয় দল। বি গ্রুপের এই ম্যাচটি গায়ানার রাজধানী শহর জর্জটাউনের কাছে প্রভিডেন্সের প্রভিডেন্স স্টেডিয়ামে হতে চলেছে।
কখন ও কোথায় হবে খেলা?
আজ শুক্রবার ভারতীয় সময় সন্ধে ৬.৩০ এ শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা যুব বিশ্বকাপের ম্যাচ। খেলাটি হবে গায়ানায়।
কোন স্টেডিয়ামে হবে এই খেলা?
গায়ানার রাজধানী শহর জর্জটাউনের কাছে প্রভিডেন্সের প্রভিডেন্স স্টেডিয়ামে হতে চলেছে আজকের ম্যাচটি।
কোন চ্যানেলে সম্প্রচারিত হবে এই ম্যাচ?
স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচটি পুরো সম্প্রচারিত হবে।
অনলাইনে কোথায় দেখতে পাওয়া যাবে এই ম্যাচটি?
অনলাইনে হটস্টার ও ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাওয়া যাবে যুব বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি।
যুব বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী ভারতীয় দল। এছাড়া ভারতের অনূর্ধ্ব ১৯ দলের প্রশিক্ষণ শিবিরে ছিলেন রোহিত শর্মাও। ওয়েস্ট ইন্ডিজে ছেলেরা আসার আগে, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষণ শিবিরে অনূর্ধ্ব ১৯ দলের সদস্যদের উজ্জীবিত করেন রোহিত। দেন কিছু "অমূল্য পাঠ"। তরুণ খেলোয়াড়দের সঙ্গে হিটম্যানের কাটানো ওই মুহূর্তের ছবি ট্যুইটারে শেয়ার করেছিল বিসিসিআই। সেই টিপস কাজে আসবে তরুণদের কাছে, তা বলাই বাহুল্য।
এবছর অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলি খেলা হবে চারটি কেন্দ্রে। গ্রুপ লিগের ম্যাচগুলি খেলা হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, গায়ানা ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়। সুপার লিগের ম্যাচগুলি হবে অ্যান্টিগায়। প্লেটের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয়।
এক নজরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ এ: বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি
গ্রুপ বি: ভারত, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, উগান্ডা
গ্রুপ সি: আফগানিস্তান, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, জিম্বাবোয়ে
গ্রুপ ডি: অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ