লন্ডন: শ্রীলঙ্কাকে ৮৭ রানে হারিয়ে চার ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে চলতি বিশ্বকাপে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকল শ্রীলঙ্কা। এদিন অস্ট্রেলিয়ার জয়ের নায়ক অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও পেসার মিচেল স্টার্ক। ওপেন করতে নেমে ১৩২ বলে ১৫৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন ফিঞ্চ। ৫৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে ধাক্কা দেন স্টার্ক। কেন রিচার্ডসন ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন।


এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ৩৩৪ রান করে অস্ট্রেলিয়া। ফিঞ্চের পাশাপাশি ভাল ইনিংস খেলেন স্টিভ স্মিথ (৭৩) ও গ্লেন ম্যাক্সওয়েল (২৫ বলে ৪৬ অপরাজিত)। ফিঞ্চের পাল্টা ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। অপর ওপেনার কুশল পেরেরা করেন ৫২ রান। কিন্তু শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। এর ফলেই হার মানতে হয় শ্রীলঙ্কাকে। ৪৫.৫ ওভারে ২৪৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।