ধোনি যতদিন ক্রিকেট উপভোগ করছে, ততদিনই খেলে যাওয়া উচিত, মত ম্যাকগ্রার
Web Desk, ABP Ananda | 19 Jun 2019 04:23 PM (IST)
ধোনির শহর রাঁচিতে তরুণ পেসারদের জন্য আয়োজিত কর্মশালায় যোগ দিতে গিয়েছিলেন ম্যাকগ্রা। সে
রাঁচি: যতদিন খেলা উপভোগ করছেন, ততদিন ভারতীয় দলের হয়ে খেলে যাওয়া উচিত মহেন্দ্র সিংহ ধোনির। এমনই মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা। তিনি বলেছেন, ‘ধোনি কবে অবসর নেবে, সে বিষয়ে অনেক কথা শুনছি। তবে আমার মনে হয়, ধোনি যতদিন ক্রিকেট উপভোগ করছে, ততদিনই ওর ভারতীয় দলের হয়ে খেলে যাওয়া উচিত।’ ধোনির শহর রাঁচিতে তরুণ পেসারদের জন্য আয়োজিত কর্মশালায় যোগ দিতে গিয়েছিলেন ম্যাকগ্রা। সেখানেই তিনি ধোনি সম্পর্কে এই মন্তব্য করেন। তাঁর মতে, সমালোচনায় কান দেওয়া উচিত নয় ধোনির। শুধু নিজের পারফরম্যান্সের দিকেই নজর দেওয়া উচিত।