মুম্বই: ১২ বছর পর ভারতের মাটিতে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ। আর এই প্রথম ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup) এককভাবে আয়োজন করছে ভারত (BCCI)। ৫ অক্টোবর শুরু টুর্নামেন্ট। হাতে আর মাত্র ১৪ দিন। তার আগে বিশ্বকাপের অ্যান্থেম মুক্তি পাচ্ছে আজ বুধবার, ২০ সেপ্টেম্বর দুপুর ১২টায়।
দিল জশন বোলে। গানটির সুরকার প্রীতম। পর্দায় দেখা যাবে রণবীর সিংহকে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রোমোতেও দেখা গিয়েছে বলিউডের অভিনেতাকে। গানের পোস্টারে দেখা যাচ্ছে, রণবীর পরে আছেন নেভি ব্লু রংয়ের শার্ট। সঙ্গে মেরুন ব্লেজার। মানানসই টুপি। দূরে দেখা যাচ্ছে, অংশগ্রহণকারী সব দেশের জার্সি পরে সমর্থকেরা।
২০১১ সালের বিশ্বকাপের থিম সং ছিল দে ঘুমাকে। হিন্দির পাশাপাশি বাংলা ও সিংহলি ভাষায় প্রকাশিত হয়েছিল সেই থিম সং। এবারের থিম সংয়ের নাম দিল জশন বোলে।
বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরের ৫ তারিখ থেকে। আমদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড। তার আগের দিন ক্যাপ্টেন্স ডে থাকবে। বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই। সেই অনুষ্ঠানেও নিশ্চিতভাবেই থাকবে চমক।
গত বছরের আইপিএলের ফাইনালে ২৯ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই পারফর্ম করেছিলেন রণবীর সিংহ। সঙ্গে ছিলেন অরিজিৎ সিংহ। এবারও বলিউডের অভিনেতা রণবীরকে মুখ করা হয়েছে আইসিসির থিম সংয়েও। যার নাম "দিল জশন সে বোলে"। এবারের বিশ্বকাপের আয়োজক ভারত। এই পরিস্থিতিতে হিন্দি ভাষার পাশাপাশি অন্য় ভাষাতেও থিম সং প্রকাশিত হয় কিনা সেটাই দেখার।
২০১১ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ছিল ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সে কারণে থিম সং প্রকাশিত হয়েছিল তিনটি ভাষায়। হিন্দিতে 'দে ঘুমাকে' (De Gumaa Ke), বাংলায় 'মার ঘুরিয়ে' (Mar Ghuriye) ও সিংহলি ভাষায় 'সিংহা উড়ানে' (Sinha Udane)। হিন্দি গানে সুর দিয়েছিলেন শঙ্কর, এহসান, লয়। গেয়েছিলেন শঙ্কর মহাদেবন ও দিব্য কুমার।
আরও পড়ুন: পেত্রাতোসের জোড়া গোল, এএফসি কাপে ওড়িশা এফসিকে ৪-০ দুরমুশ করল মোহনবাগান
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন