SA vs BAN Live: ১৪৩ রানের বিশাল ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা, উঠল লিগ টেবিলের ২ নম্বরে

ICC World Cup Live: পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছেন প্রোটিয়ারা। সবচেয়ে বড় কথা, নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে অঘটনের আগে পর্যন্ত প্রত্যেক ম্যাচে বিরাট ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

ABP Ananda Last Updated: 24 Oct 2023 10:37 PM
BAN vs SA Live : ২৩৩ রানে অল আউট বাংলাদেশ

২৩৩ রানে অল আউট বাংলাদেশ। শতরান মাহমুদুল্লাহের। ১৪৯ রানের বিশাল ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা।

SA vs BAN Live Score: ১৫০ রানের গণ্ডি টপকাল বাংলাদেশ

১৫০ রানের গণ্ডি টপকে গেল বাংলাদেশ। ৩৬ ওভারের শেষে তাদের স্কোর ৭ উইকেটে ১৫৮ রান।

BAN vs SA Live : আরও এক উইকেট খোওয়াল বাংলাদেশ

সাজঘরে ফিরলেন নাসুম আহমেদ (১৯)। ২৯ ওভারের শেষে ৭ উইকেটে ১২৩ রান বাংলাদেশের। 

SA vs BAN Live Score: সাজঘরে ফিরলেন মেহেদি হাসান মিরাজরও

সাজঘরে ফিরলেন মেহেদি হাসান মিরাজও (১১)। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ২২ ওভারের শেষে ৬ উইকেট খুইয়ে তাঁদের স্কোর ৮১ রান। 

BAN vs SA Live: ১৭ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৬৩ রান

১৭ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৬৩ রান

SA vs BAN Live Score: ১৩ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৪৮ রান

 ১৩ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৪৮ রান। 

BAN vs SA Live: প্রথম বলেই আউট শান্ত, সাজঘরে শাকিবও

মার্কো ওয়ানসেনের প্রথম বলেই সাজঘরে ফিরলেন নজমুল হাসান শান্ত (০)। ব্যর্থ হলেন শাকিব আল হাসানও (১)।

SA vs BAN Live Score: সাজঘরে তানজিদ হাসান

আউট তানজিদ হাসান ( ১২)। ৬.১ ওভারে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৩০ রান।

BAN vs SA Live: ৩ ওভারের শেষে বিনা উইকেটে ১২ রান বাংলাদেশের

৩ ওভারের শেষে বিনা উইকেটে ১২ রান বাংলাদেশের

SA vs BAN Live Score: ৩৮২ রানের বিশাল স্কোর দক্ষিণ আফ্রিকার

ডি কক, ক্লাসেনের তাণ্ডব। নির্ধারিত ৫০ ওভারের শেষে ৫ উইকেটে ৩৮২ রান।

BAN vs SA Live: ৫০ রানের পার্টনারশিপ ক্লাসেন-মিলারের

 ৫০ রানের পার্টনারশিপ ক্লাসেন-মিলারের। ৪৯ ওভারে ৪ উইকেটে ৩৬৮ রান দক্ষিণ আফ্রিকার।

SA vs BAN Live Score: রেকর্ডবুকের খাতা ভরিয়ে সাজঘরে ডি কক

১৪০ বলে ১৭৪ রানের ম্যামথ ইনিংস। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত রান করে সাজঘরে ফিরলেন কুইন্টন ডি কক। ৪৫ ওভারের শেষে প্রোটিয়াদের স্কোর ৪ উইকেটে ৩০৯ রান। 

BAN vs SA Live: ৪৪ ওভারে ৩০০ রানের গণ্ডি টপকে গেল দক্ষিণ আফ্রিকা

৪৪ ওভারে ৩ উইকেটে ৩০০ রানের গণ্ডি টপকে গেল দক্ষিণ আফ্রিকা। অর্ধশতরান পূর্ণ হেনরিখ ক্লাসেনেরও। 

BAN vs SA Live Score: বাউন্ডারির বন্যা, দেড়শো ডি ককের

শাকিব আল হাসানের ওভারে জোড়া বাউন্ডারি ও জোড়া ওভার বাউন্ডারি। কুইন্টন ডি ককের তাণ্ডব মুম্বইতে। দেড়শো রানের গণ্ডি টপকে গেলেন প্রোটিয়া ব্যাটার। ব্যক্তিগত কেরিয়ারে তৃতীয়বার।

BAN vs SA Live: ৪২ ওভারের শেষে ৩ উইকেটে ২৬২ রান দক্ষিণ আফ্রিকার

 ৪২ ওভারের শেষে ৩ উইকেটে ২৬২ রান দক্ষিণ আফ্রিকার। ওয়াংখেড়েতে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছেন কুইন্টন ডি কক। ১৩৭ রানে অপরাজিত তিনি। 

BAN vs SA Live Score: ৩৯ ওভারের শেষ প্রোটিয়া শিবিরের স্কোর ৩ উইকেটে ২২৭ রান

বড় স্কোরের পথে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। ৩৯ ওভারের শেষ প্রোটিয়া শিবিরের স্কোর ৩ উইকেটে ২২৭ রান।

BAN vs SA Live: শতরান ডি ককের, চলতি বিশ্বকাপের তৃতীয়

আরও একবার সেঞ্চুরি হাঁকালেন কুইন্টন ডি কক। স্বপ্নের ছন্দে থাকা প্রোটিয়া ব্যাটারের চলতি বিশ্বকাপে এটি তৃতীয় শতরান। এই মুহূর্তে ৩৪.২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ১৮৮ রান। 

BAN vs SA Live Score: আউট মার্করাম

শাকিবের বলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসলেন আইডেন মার্করাম (৬০)। ১৬৭ রানের মাথায় তৃতীয় উইকেট খোওয়াল প্রোটিয়ারা। 

BAN vs SA Live: ৩০ ওভারের শেষে প্রোটিয়াদের স্কোর ২ উইকেটে ১৬৩ রান

৩০ ওভারের শেষে প্রোটিয়াদের স্কোর ২ উইকেটে ১৬৩ রান

BAN vs SA Live Score: ২৪ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১২৬ রান

 ২৪ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১২৬ রান। আরও একটি শতরানের পথে এগোচ্ছেন  কুইন্টন ডি কক (অপরাজিত ৭১)। 

BAN vs SA Live: ১৮ ওভারে প্রোটিয়াদের স্কোর ৯২/০

১৮ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৯২।

BAN vs SA Live Score: ১৩ ওভারে প্রোটিয়াদের স্কোর ৫৬/২

১৩ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে ৫৬ রান তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

BAN vs SA Live: ২ উইকেটের পতন প্রোটিয়া বাহিনীর

দক্ষিণ আফ্রিকার ২ উইকেটের পতন। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন হেন্ড্রিক্স ও ডুসেন।

BAN vs SA Live Score: ৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৫/০

৫ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ২৫ রান বোর্ডে তুলে নিল প্রোটিয়া শিবির। ক্রিজে আছেন ডি কক ও হেন্ড্রিক্স।

BAN vs SA Live: আজ বিশ্বকাপে মুখোমুখি বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ খেলতে নামছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে একটি মাত্র জয় পেয়েছে টাইগার বাহিনী। অন্য়দিকে ৪ ম্যাচ খেলে ৩টি জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রেক্ষাপট

 আগের ম্য়াচে ৩৯৯ রানের বিশাল স্কোর করে একপেশেভাবে ম্যাচ জেতা দলের মুখোমুখি কেই বা হতে চায়? তাও সেই মাঠেই, যেখানে তাণ্ডব চালিয়েছিলেন প্রতিপক্ষ শিবিরের যোদ্ধারা। বাংলাদেশের সামনে মঙ্গলবার তাই অগ্নিপরীক্ষা (Ban vs SA)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের সামনে দক্ষিণ আফ্রিকা। শনিবার যারা গতবারের বিশ্বচ্যাম্পিয়ন (ODI World Cup) ইংল্য়ান্ডকে এই মাঠেই ২২৯ রানে বিধ্বস্ত করেছে।


চার ম্যাচে তিন জয়। পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছেন প্রোটিয়ারা। সবচেয়ে বড় কথা, নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে অঘটনের আগে পর্যন্ত প্রত্যেক ম্যাচে বিরাট ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০২ রানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩৪ রানে জয়। এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ২২৯ রানে জয়। টুর্নামেন্টের সেরা রান রেট এখন তেম্বা বাভুমাদের দখলে।


চলতি বিশ্বকাপে প্রথমে ব্যাট করা সব ম্যাচে তিনশোর বেশি রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। টপ অর্ডারে কুইন্টন ডি'কক দুরন্ত ছন্দে। হেনরিখ ক্লাসেন ও মার্কো জানসেন সব বোলিংকে ছারখার করে দিচ্ছেন। কাগিসো রাবাডা, লুনগি এনগিডি, মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েৎজে সমৃদ্ধ পেস বোলিং বিভাগ যে কোনও ব্য়াটিংকে চাপে ফেলার জন্য যথেষ্ট। সঙ্গে কেশব মহারাজের বাঁহাতি স্পিন। একমাত্র ডাচদের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করে ভরাডুবি হয়েছিল। 

সেমিফাইনালের দৌড়ে দক্ষিণ আফ্রিকা ভালমতোই থাকলেও, সমস্যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর পরপর তিন ম্যাচে পরাজিত হয়েছে। ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড ও ভারতের বিরুদ্ধে। আর একটা ম্যাচ হারলেই সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে যাবে বাংলাদেশ। বাংলাদেশের সমস্যা অনেক। মুশফিকুর রহিম ছাড়া আর কেউই সেভাবে রান পাচ্ছেন না। নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও মেহেদি হাসান মিরাজ ছাপ ফেলতে পারছেন না। লিটন দাসের ধারাবাহিকতার অভাব। তাস্কিন আমেদকে এই ম্যাচেও পাওয়া যাবে না। শাকিব আল হাসান আগের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। তবে রবিবার তিনি অস্বস্তি ছাড়াই প্র্যাক্টিস করেছেন। সম্ভবত খেলবেন প্রোটিয়াদের বিরুদ্ধে। অন্যদিকে, প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমারও চোট। ইংল্যান্ডের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেন এইডেন মারক্রাম। সুস্থ হয়ে গেলে বাভুমা ফিরবেন একাদশে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.