ইন্দৌর: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট তিনদিনেই ইনিংসে জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে নিজেদের জায়গা আরও মজবুত করে ফেলল ভারতীয় দল। আজকের জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬ ম্যাচ খেলে প্রতিটিই জিতে ৩০০ পয়েন্ট পেয়ে গেলেন বিরাট কোহলিরা। বাকি দলগুলি অনেক পিছনে। ইডেনে দ্বিতীয় টেস্টেও জয় পেলে অন্য দলগুলির সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেবে ভারত।


দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড দু’টি ম্যাচ খেলে একটি জিতে এবং একটি হেরে ৬০ পয়েন্ট পেয়েছে। শ্রীলঙ্কাও পেয়েছে ৬০ পয়েন্ট। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড পাঁচ ম্যাচ খেলে দু’টি করে জয় ও হার এবং একটি ড্র করে ৫৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে চার ও পাঁচ নম্বরে আছে। ৬ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলে সবকটিতেই হেরে গিয়েছে। সাত নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হেরে গিয়েছে। বাংলাদেশ এই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নেমে হেরে গেল। পাকিস্তানই একমাত্র দল, যারা এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে একটিও ম্যাচ খেলেনি।